নিজ কেন্দ্রেই হারলেন মুক্তাদির

নিজের কেন্দ্রেই হারলেন সিলেট-১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।

সারদা হলের অস্থায়ী কেন্দ্রে সকালে ভোট প্রদান করেন মুক্তাদির। ভোটগ্রণণা শেষে বিকেলে আওয়ামী লীগের প্রার্থী ড. আব্দুল মোমেনের প্রধান নির্বাচনী কার্যালয় থেকে ঘোষিথ ফলাফলে জানা যায়, এই কেন্দ্রে  নৌকা প্রতীকে মোমেন পেয়েছেন ১১৫২ ভোট। অপরদিকে ধানের শীষ প্রতীকে খন্দকার মুক্তাদির পেয়েছেন ৫৮৪ ভোট।

এ পর্যন্ত পাওয়া ২২ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ড. একে আব্দুল মোমেন পেয়েছেন ৪১ হাজার ৭৭২ ভোট। বিপরীতে খন্দকার মুক্তাদির পেয়েছেন ১২ হাজার ৬৩ ভোট

এ বিভাগের অন্যান্য