ইনাম আহমদকে মহানগর যুবলীগের ফুলেল শুভেচ্ছা
সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া বিএনপির প্রাক্তন ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরীকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগের নেতৃবৃন্দ। শুক্রবার বিকাল ৫টার দিকে নগরীর ধোপা দিঘীর পাড়স্থ হাফিজ কমপ্লেক্সে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইনাম চৌধুরীকে ফুল দিয়ে স্বাগত জানান।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, সদস্য সুবেদুর রহমান মুন্না, ইলিয়াছুর রহমান জুয়েল, এমদাদ হোসেন ইমু, সাকারিয়ার হোসেন সাকির, রুপম আহমদ, সাহেদ খান প্রমুখ।