পেশাজীবীদের সাথে ড. মোমেনের মতবিনিময় সভা শুক্রবার

 

সিলেটের বিভিন্ন পেশাজীবীদের সাথে মতবিনিময় করবেন সিলেট-১ আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট মনোনীত প্রার্থী ড. এ.কে আব্দুল মোমেন। শুক্রবার বিকাল ৪টায় নগরীর হাফিজ কমপ্লেক্সে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে সিলেটের সর্বস্তরের পেশাজীবীদেরকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ড. মোমেন।

নৌকার পক্ষে যুক্তরাষ্ট্র ড. মোমেন
সমর্থক ফোরাম’র প্রচার শুরু

সিলেট-১ আসনের আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট মনোনীত প্রার্থী ড. এ.কে. আব্দুল মোমেনের নৌকা প্রতীকের পক্ষে প্রচার কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র ড. মোমেন সমর্থক ফোরাম। বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর ৪নং ওয়ার্ডের হাউজিং এস্টেট এলাকায় সংগঠনের নেতৃবৃন্দ ড. মোমেনের পক্ষে গণসংযোগ ও পথসভা করেন।
পথসভায় এলাকাবাসীর কাছে নৌকা প্রতীকে ভোট চেয়ে বক্তারা বলেন, প্রবাসীরা শুধু চান দেশে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করুক। সবাই যেন নিরাপদে থাকেন। সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে যাক প্রিয় দেশ। তারা বলেন, প্রবাসে থাকলেও সর্বদা প্রবাসীদের মন দেশে পড়ে থাকে। দেশে কোনো দুর্ঘটনা বা অনাকাক্সিক্ষত ঘটনা ঘটলে প্রবাসীদের মনে রক্তক্ষরণ হয়। বক্তারা বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে গত ১০ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশ্বে এখন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আর বিএনপি-জামাতের শাসনামলে দেশে কেউ নিরাপদ ছিল না। প্রায় সময়ই ঘটতো হিংসাত্মক ঘটনা। অপশাসনের কারণে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছে ৫ বার। তারা বলেন, আমরা আর দুর্নীতি, সন্ত্রাস, বোমাবাজি, জঙ্গিবাদ চাই না। মানুষের শান্তি ও দেশের উন্নতি চাই। তাই নির্বাচনকে সামনে রেখে প্রবাসীরা দেশে এসেছেন। কাজ করছেন শান্তি ও উন্নয়নের পক্ষে।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ড. এ.কে আব্দুল মোমেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আইরিন পারভীন, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রানা ফেরদৌস চৌধুরী, সংগঠনের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক মিসবাহ আহমদ, আওয়ামী লীগ সদস্য খালেদ আহমদ, গৌছ খান, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইফজাল আহমদ চৌধুরী, পেনসিলভেনিয়া শাখা যুবলীগ সভাপতি আলিম উদ্দিন, সিলেট সিটি ৪নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ডা. এ.কে.এম. হাফিজ, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক মতি, সাধারণ সম্পাদক এম.এ খান শাহীন, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিন আহমদ চৌধুরী আনু, জুয়েল আহমদ, বেলাল খান, বাবু আহমদ, আজাদ খাঁন। এছাড়াও উপস্থিত ছিলেন- মেহেরুল ইসলাম জায়েদ, মনির আজাদ মুন্না, নুরুল আমিন নাহিদ, আমিনুল হক চৌধুরী, আওসাফুজ্জামান রাকিদ, জুম্মান সাকিব, আলী ইরন আবি, আলী হায়দার তাহসিন, নওশাদ খান জীবন, অনিক আহমদ, শাহাদত হোসেন নয়ন, তাসকিন চৌধুরী, তোফায়েল সাকিব আহমদ, রাহাত আহমদ, মো. দেলোয়ার হোসেন, সোহাগ আহমদ, মাহেদী ইসলাম আরবী প্রমুখ।

এ বিভাগের অন্যান্য