৭ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু
সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল সাত ঘণ্টা বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের এসআই সাজিদুর রহমান জানান, শাহপুর বাজারের দক্ষিণে রেললাইনের দুটি স্লিপারের মাঝে রেলের শিক কেটে ফেলেছিল কে বা কারা। এ কারণে শুক্রবার ভোর ৬টা থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
“সকাল থেকে প্রায় সাত ঘণ্টার চেষ্টায় মেরামত করার পর বেলা ১টায় ফের রেল চলাচল স্বাভাবিক হয়।”
রেলওয়ে কর্মকর্তারা ছাড়াও হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে তিনি জানান।
পুলিশ সুপার মোহাম্মদ উল্লা বলেন, “ধারণা করা হচ্ছে নাশকতার পরিকল্পনার অংশ হিসেবে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। জড়িতকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।”