সুবিধা বঞ্চিত পথ শিশুদের মাঝে ‘খুশি’র শীতবস্ত্র বিতরণ

‘লন্ডন টু সিলেট’ থেকে পরিচালিত সুবিধা বঞ্চিত পথ শিশুদের সহযোগীতার জন্য গঠিত ‘প্রজেক্ট খুশির’ ৫ম কৰ্মসূ্চী বৃহস্পতিবার সিলেট সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীমের কার্যালয়ে অনুষ্ঠিত হয় ৷ এ সময় ৬৭জন সুবিধা বঞ্চিত পথ শিশুদের মাঝে নতুন শীতবস্ত্র বিতরণ করা হয়৷

‘খুশি’র স্পন্সর হলেন সিলেটের বিশ্বনাথের রাম সুন্দর হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মরহুম শাহ নেসওয়ার আলী ও তার স্ত্রী মরহুমা বিলকিছ চৌধুরীর পুত্র ইংল্যান্ড প্রবাসী ও ব্যবসায়ী শাহ মিজান আহমদ৷ এসময় তিনি তার বাবা ও মায়ের জন্য সবার কাছে দোয়া  কামনা করেন ৷

শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন, প্রজেক্ট ‘খুশি’র, কো-অর্ডিনেটর সমাজ কর্মী সাজন সাজু, সৈয়দ মিনহাজ, ও নওশিন চৌধুরী শামা৷ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সালমান আহমদ রানা৷

খুশি চলতি বছরের ১ অক্টোবর থেকে যাত্রা শুরু করে৷ব্যতিক্ৰম এই কর্মসূচী ৪জন সৃজনশীল তারুণ্যের ধারা সিলেটে পরিচালিত হচ্ছে ৷ যাহা সিলেটে সাড়া জাগিয়েছে৷ সিলেটের দায়িত্বপ্রাপ্তরা সমাজকর্মের অংশ হিসাবে ভলান্টিয়ারী ও সকল প্রকার সহযোগীতা করছেন।

এই সামাজিক উদ্দ্যোগটির ফাউন্ডার হলেন, ইংল্যান্ড প্রবাসী সাংবাদিক আহাদ চৌধুরী বাবু ও রেবেকা সুলতানা ও সহযোগীরা।

এ বিভাগের অন্যান্য