শফিকুল হক আমকুনীকে দেখতে গেলেন ড. মোমেন
জামেয়া মাহমুদিয়া ইসলামিয়া সোবহানিঘাট মাদ্রাসার মুহতামিম মাওলানা শফিকুল হক আমকুনী সাহেবকে দেখতে নগরীর একটি হাসপাতালে যান জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ও সিলেট-১আসনে আওয়ামী লীগ মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার রাতে সিলেট নগরীরর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন মাওলানা শফিকুল হক আমকুনীকে দেখতে যান তিনি। এসময় তিনি মাওলানা শফিকুল হকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সেখানে কিছু সময় অবস্থান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি আশফাক আহমদ, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিলেট প্রতিনিধি মকসুদ আহমদ মকসুদ সহ নেতৃবৃন্দ। এসময় দেশের শান্তি ও কল্যাণ কামনা করে উপস্থিত সবাইকে নিয়ে মোনাজাত করেন মাওলানা শফিকুল হক আমকুনী।