শ্বশুরবাড়ির আসনটি শিরীন শারমিনকে ছেড়ে দিলেন হাসিনা
রংপুরে নিজের শ্বশুরবাড়ির আসনটি স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে ছেড়ে দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে শেখ হাসিনা ও শিরীন শারমিন উভয়ের মনোনয়নপত্রই দাখিল করা হয়েছিল রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে।
গত ২৭ নভেম্বর রংপুরে গিয়ে নিজেরটির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপত্রও দাখিল করেছিলেন স্পিকার।
সেদিন তিনি সাংবাদিকদের বলেছিলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সিদ্ধান্ত দেবেন, কে নির্বাচন করবে।”
বৃহস্পতিবার পীরগঞ্জের আওয়ামী লীগ নেতা-কর্মীদের গণভবনে ডেকে তাদের উপস্থিতিতে শিরীন শারমিনের হাতে দলের চূড়ান্ত মনোনয়নের চিঠি তুলে দেন আওয়ামী লীগ সভানেত্রী।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রংপুর-৬ (পীরগঞ্জ) আসনটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পিকার শিরীন শারমীন চৌধুরীকে দিয়েছেন।”
পীরগঞ্জের আসনটি ছেড়ে দেওয়ায় এখন শেখ হাসিনার কাছে শুধু পৈত্রিক এলাকা গোপালগঞ্জ-৩ আসনটি থাকল। টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া নিয়ে গঠিত এই আসন থেকে বঙ্গবন্ধুকন্যা বরাবরই নির্বাচিত হয়ে আসছেন।
শেখ হাসিনা ২০১৪ সালের নির্বাচনে এই দুটি আসনে নির্বাচিত হয়েছিলেন। পরে পীরগঞ্জের আসনটি ছেড়ে দিলে উপ-নির্বাচনে নির্বাচিত হন নোয়াখালীর মেয়ে শিরীন শারমিন।
আসনটিতে এবার বিএনপির দুজনের মনোনয়নপত্র জমা পড়েছে, তার মধ্যে কে হবেন ধানের শীষের প্রার্থী, তা এখনও ঠিক হয়নি।