বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে সিলেটে বর্ণাঢ্য শোভাযাত্রা
সিলেটে আসআনন্দ শোভাযাত্রার মাধ্যমে বিজয়ের মাস ডিসেম্বরকে বরণ করলো সিলেটবাসী। বিজয়ের মাস ডিসম্বরকে স্বাগত জানিয়ে শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে নগরীতে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট জেলা স্টেডিয়ামে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। শোভাযাত্রায় প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবীদ, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা একটি অসাম্প্রদায়িক ও শোষণমুক্ত উন্নত রাষ্ট্রগঠনে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের প্রতি গুরুত্বারোপ করেন। তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছিলেন। এখন তার কন্যার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্রের ব্যাপারে সকলকে সজাগ থাকারও আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম প্রমুখ।