প্রবাসী সমাজ সেবক সংস্থা, বাংলাদেশ’র ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন
প্রবাসী সমাজ সেবক সংস্থা, বাংলাদেশ’র ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
আজ ১২ ডিসেম্বর শনিবার সিলেটের রায় নগরস্থ মিতালী-৭এর ৩য় তলায় “সৃষ্টিকর্তার লালনে, এ ধরা, প্রবাসীদের কল্যাণে আমরা” এ মূল মন্ত্রকে সামনে রেখে এক অড়াম্বন আলোচনার মধ্য দিয়ে এ কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে প্রবীন সাংদাদিক হেলাল আহমদ চৌধূরীকে সভাপতি এবং বিশিষ্ট নাট্যজন মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্সকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন করা হয়।
নিম্নে পূর্ণাঙ্গ কমিটি দেয়া হলো-
সভাপতি-হেলাল আহমদ চৌধূরী,
সহ-সভাপতি-সফিকুল ইসলাম চৌধূরী,শেখ লুৎফুর রহমান, কবির আহমদ সাধারণ সম্পাদক-মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স সহ-সাধারণ-এস, এম,জহুরুল ইসলাম, হাবিবুর রহমান শহীদ, সাংগঠনিক সম্পাদক-কামাল আহমদ দূর্জয়, সহ-মোঃ গোলাম কিবরিয়া মহিলা বিষয়ক সম্পাদক-মাহমুদা আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক-রহিমা আক্তার অর্থ সম্পাদক-আলী কাওছার দপ্তর সম্পাদক-মাহবুবুর রহমান আইন বিষয়ক সম্পাদক-কয়ছর আহমদ প্রচার সম্পাদক-কামরান আহমাদ সাংস্কৃতিক সম্পাদক-ইসরাহা খন্দকার সুমা সমাজ কল্যাণ সম্পাদক-আখলাছ আহমদ প্রিয় ক্রীড়া সম্পাদক-আলমগীর হোসেন সাহিত্য সম্পাদক-সেলিনা বেগম পলি
ধর্ম বিষয়ক সম্পাদক-মোঃ মঈন-উল ইসলাম শাফিন
কার্যকরী সদস্য-মোস্তফা উল্ল্যা, আব্দুর রউফ, শাহরিয়ার চৌধূরী সাব্বির, আলী হোসেন, আব্দুল কাইয়ুম, সাইফুল ইসলাম সুমন, পড়শী রুমি, রুমা রাইসা, সূবর্ণা সরকার ও নাজমা আক্তার।
সাধারণ সদস্য – মিছবাহ উদ্দিন, সুমন আহমদ, আক্তার হোসেন সায়মন, হীরা মিয়া, দিপু আহমদ, শামীম আহমদ, জাহাঙ্গীর চৌধূরী, ফারজানা আক্তার তাহেরা ও পারভেজ আহমদ রাজু প্রমূখ।