সুরের অনুনাদ :মো. মিজাহারুল ইসলাম

 

হাতের উপর হাত রেখেছি সাক্ষী রেখে চাঁদ,
জীবন যুদ্ধে এক হয়েছি চলছি কাঁধে কাঁধ।
চলতি পথে চলতে গিয়ে,
আসছে বাঁধা আধাঁর ছেয়ে,
আঁধার কেটে আনছি আলো ভাঙছি আলোর বাধ,
আলোর বানে আলোর গানে চলুক সুরের অনুনাদ।

 

এ বিভাগের অন্যান্য