দক্ষিণ সুরমা থানা তালামীযের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
বাতিলের মোকাবেলায় তালামীয কর্মীদের জ্ঞানের শক্তি অর্জন করতে হবে—-আখতার হোসাইন জাহেদ
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক আখতার হোসাইন জাহেদ বলেছেন,বর্তমানে ইসলামের মধ্যে বিভ্রান্থি ছড়ানোর জন্য বাতিল শক্তি মাথাছাড়া দিয়ে উঠেছে। আমাদের ইসলামী তাহজীব তামাদ্দুনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা আজ বিভিন্ন ষড়যন্ত্রে মেতে উঠেছে। এসমস্ত বাতিলদের সমোচিত জবাব দেয়ার জন্য তালামীয কর্মীদেরকে জ্ঞানের শক্তি অর্জন করতে হবে এবং মানুষদেরকে ইসলামের মূল শিক্ষার দিকে আহবান করতে হবে।
(২৪ অক্টোবর বুধবার) সকালে সংগঠনের দক্ষিণ সুরমা থানা শাখার সদস্য স্তর উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সংগঠনের দক্ষিণ সুরমা থানা শাখার সভাপতি মুহাম্মদ আলাউদ্দিন পাশার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম ও সহ সাধারণ সম্পাদক আহমেদ ফাহিমের পরিচালনায়
কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন কেন্দ্রীয় আনজুমানে আল ইসলাহ মহাসচিব অধ্যক্ষ একেএম মনোওর আলী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাবেক সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম,সাবেক সহ সভাপতি মুহাঃশরিফ উদ্দিন,কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন সিলেট জেলা আল ইসলাহ সহ সভাপতি মাওলানা শেহাব উদ্দিন,(আলিপুরী), সহ সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুল আলম,সংগঠনের সিলেট পশ্চিম জেলার সাধারণ সম্পাদক শেখ আলী হায়দার,সিলেট জেলা আল ইসলাহ
বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন ,সিলেট জেলা আল ইসলাহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক,আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আজম আলী,সংগঠনের সিলেট পশ্চিম জেলার সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আল ইসলাহ সহ সভাপতি আব্দুল লতিফ রুহেল,আব্দুল মছব্বির,মোগলা বাজার থানার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।এসময় উপস্থিত ছিলেন,আল মদিনা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নজরুল ইসলাম, দক্ষিণ সুরমা পশ্চিম উপজেলার সাবেক আহব্বায়ক হাফিজ রওশন আহমদ,গুপ্তর গাও হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আব্দুল কাদির,সংগঠনের এম সি কলেজের সাবেক সভাপতি শেখ শফি উদ্দিন, নিশ্চিন্তপুর দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা আলতাব হোসেন, সংগঠনের দক্ষিণ সুরমা থানা তালামীযের সহ সভাপতি রেদওয়ান রাজা,আব্দুর রাজ্জাক সাজু,মোগলা বাজার থানার সহ সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন সুফি,বিশ্বনাথ দক্ষিণ উপজেলার প্রশিক্ষণ সম্পাদক হাফিজ হোসাইন আহমদ,কামাল বাজার ইউনিয়ন আল ইসলাহ সহ সভাপতি কাজী ছালিক আহমদ,দক্ষিণ সুরমা থানার প্রচার সম্পাদক নিজাম উদ্দিন,সহ প্রচার সম্পাদক নজরুল ইসলাম,বিশ্বনাথ দক্ষিণ উপজেলার প্রশিক্ষণ সম্পাদক হোসাইন আহমদ,দক্ষিণ সুরমা থানার অফিস সম্পাদক সায়েম আহমদ ইমন,সদস্য সাইদুর রহমান সাঈদ,মশিউর রহমান মিজান আহমদ,দাউদ পুর ইউনিয়নের সভাপতি সোহেল আহমদ,টেকনিক্যাল স্কুল ও কলেজের সভাপতি আবু মুহাম্মদ সাহেদ,সিলেট শাহ পরান সরকারি কলেজ সভাপতি এনামুল হক মুন্না,লালাবাজার ইউনিয়নের সভাপতি আব্দুস সামাদ,জৈন পুর আঞ্চলিক শাখার সভাপতি এজাজুল আম্বিয়া,জৈনপুর আঞ্চলিক শাখার সভাপতি এজাজুল আম্বিয়া,তেতলী ৫ও৬ আঞ্চলিক শাখার সভাপতি আব্দুল মছব্বীর,অতির বাড়ি আঞ্চলিক শাখার সভাপতি রুহেল আহমদ,চান্দাই আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক হোসাইন আহমদ,বলদী সুড়ি গাও আহবায়ক কমিটির সদস্য সচিব সুজন আহমদ,শাহ আলম,হাফিজ আব্দুল জলিল,শাহ এমরান
,প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালা ৩ শতাধিক প্রশিানার্থী উপস্থিত ছিলেন।