সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে অনুষ্ঠিত্।
বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় ঐক্যফ্রন্টের জন্ম হয়েছে
ড. কামাল হোসেন বলেছেন হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে মানুষকে ঐক্যবদ্ধ হতে
হবে। সংবিধানের ৭নং অনুচ্ছেদে সুস্পষ্ট ভাবে লিখা রয়েছে জনগণই দেশের
মালিক। কিন্তু বর্তমানে সেই জনগণ আর এখন দেশের মালিক নেই। এই অধিকার
আমাদের আদায় করে নিতে হবে। গতকাল বুধবার (২৪ অক্টোবর) বিকেলে সিলেটের
রেজিস্ট্রি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে এসব কথা বলেন ফ্রন্টের
প্রধান নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, আপনারা
আমাদের ৭টি দাবীর কথা জেনে নিয়েছেন। আমাদের ১ নম্বর দাবি অবাধ ও সুষ্ঠু
নির্বাচন। এর সাথে আরো ৬টি দাবি রয়েছে। এসব দাবির কথা প্রতিটি থানায় ও
উপজেলায় ছড়িয়ে দিতে হবে।গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন আরো বলেছেন,
ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। জনগণের
মালিকানা প্রতিষ্ঠিত করতে হবে।জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা এবং এ
জোটের সিলেট সমাবেশের সমন্বয়ক সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ বলেছেন,
‘ইলিয়াস আলী একসময় ছাত্রলীগের রাজনীতি করতেন। এমসি কলেজে থাকা কালে তিনি
আমার অধীনে রাজনীতি করতেন। পরে তিনি ঢাকায় গিয়ে ছাত্রদলে যোগ দেন।’ এসময়
তিনি সিলেটের মানুষ নানারমকম গণআন্দোলনে বিশেষ ভূমিকা রাখনে বলেও উল্লেখ
করেন। বুধবার (২৪ অক্টোবর) বিকেলে সিলেটের রেজিস্ট্রি মাঠে জাতীয়
ঐক্যফ্রন্টের সমাবেশে আওয়ামী লীগের সাবেক এ নেতা এসব কথা বলেন। তিনি
বলেন, বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলেন, খেলার টিম ও রেফারি একসাথে
চলতে পারে না। হয় খেলা ছাড়ুন না হয় রেফারির ভূমিকা ছাড়ুন।
এর আগে দুপুর ১.৫৫ মিনিটে সিলেট নগরীর রেজিস্ট্রি মাঠে বিএনপি কেন্দ্রীয়
কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে
ও ঐক্যফ্রন্টের সিলেট কর্মসূচির সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক
আলী আহমদ পরিচালনায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দাবি আদায়ের
আন্দোলনে যাওয়ার পূর্বে প্রথমবারের মতো সিলেট নগরীর রেজিস্ট্রি মাঠে
জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশটি শুরু হয়। সকাল থেকেই ঐক্যফ্রন্টের সমাবেশে
যোগ দিতে সিলেটের বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল সহকারে বিএনপি ও তার
অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। দুপুর হতেই সমাবেশ স্থলে আমান
উল্লাহ আমান, জয়নাল আবেদিন ফারুক, মোহাম্মদ শাহজাহান, খন্দকার মুক্তাদির,
জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামিমসহ কেন্দ্রীয় ঐক্যফ্রন্টের নেতারা
হাজির হন।