উন্নয়ন ও প্রগতির প্রত্যয় নিয়ে সুনামগঞ্জ-১আসনে নৌকার হাল ধরতে চান রণজিত সরকার
মবরুর সাজু:
সামনে একাদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে চমকের অপেক্ষায় আ’লীগের নেতৃবৃন্দ
আস্থা রাখছেন রণজিতেই এমনটাই বলেছেন হাওরপারের রাজনীতিক বিশ্লেষকরা আর উন্নয়ন ও প্রগতির প্রত্যয় নিয়ে নৌকার হাল ধরতে চান অ্যাডভোকেট রণজিত সরকার । দলীয় কোন্দলের ঊর্ধ্বে থেকে আওয়ামী লীগকে নতুনভাবে সাজাতে তিনি এবারও নৌকার মনোনয়ন চাইবেন বলে জানান। মনোনয়ন পেতে কেন্দ্রে ও স্থানীয়ভাবে জোর লবিং চালিয়ে যাচ্ছেন। উঠান বৈঠক ও গণসংযোগ করছেন বিভিন্ন এলাকায়। সরকারের উন্নয়ন মানুষের মাঝে তুলে ধরছেন। আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী তরুণ রাজনীতিক, সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট রণজিত সরকার
সুনামগঞ্জ ১ আসনেই নিজ দলের নবীন মনোনয়ন প্রত্যাশীদের চ্যালেঞ্জ জিতে চূড়ান্ত নির্বাচনী লড়াইয়ে নামতে হবে প্রবীণদের। আসনে প্পুরাতনদের পাশাপাশি এবার মাঠে রয়েছেন শক্তিশালী অনেক নবীন মনোনয়নপ্রত্যাশী। নানা কারণে অনেক আসনেই মনোনয়ন দৌড়ে পিছিয়ে আছেন আওয়ামী লীগ-বিএনপি দুই দলের পুরাতনরা । নির্বাচন নিয়ে এমন জটিল সমীকরণ থাকায় এবার আগাম পর্যবেক্ষণ করে সম্ভাব্য ফলাফল নির্ধারণ করা বেশ কঠিন। সুতারাং দিন যত এগিয়ে আসছে ততই এই আসনে নতুনদের আধিক্য বাড়ছে। এদিকে নবীন ভাটাররা বলছে সুনামগঞ্জ-১ আসনে চমকের অপেক্ষায় আ’লীগ আস্থা রণজিতেই সুনামগঞ্জের জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা-মধ্যনগর নিয়ে গঠিত সুনামগঞ্জ-১ আসন। হাওর-বাঁওড় অধ্যুষিত এ আসনে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী নির্বাচনী প্রচারে নেমেছেন। আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী তরুণ রাজনীতিক, সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট রণজিত সরকারও নেমেছেন প্রচারে। করছেন সভা-সমাবেশ ও উঠান বৈঠক। ছাত্রলীগ থেকে শুরু করে স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেওয়া এই রাজনীতিক জানিয়েছেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি তার প্রতিশ্রুতি। দলের প্রতি আনুগত্য রেখেই তিনি কাজ করছেন। মাঠ জরিপে যদি তিনি এগিয়ে থাকেন, দল অবশ্যই তাকে মূল্যায়ন করবে- এমন প্রত্যাশা রয়েছে রণজিত সরকারের। নৌকা প্রতীক নিয়ে চমক দেখানোর কথা উল্লেখ করে তিনি বলেছেন, ‘আমার দৃঢ় বিশ্বাস প্রধানমন্ত্রী আমাকে নৌকার কাণ্ডারি করবেন। জনগণের সমর্থন পেলে সর্ব প্রথম হাওরের ফসল রক্ষায় যুদ্ধ শুরু করব।’ রণজিত সরকার স্কুলে পড়ার সময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। পরবর্তীতে সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক, মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ও ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করছেন। নিজ এলাকা সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে এখন নির্বাচনী প্রচার দিয়ে মাঠে নেমেছেন। এ আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি মোয়াজ্জেম হোসেন রতন ছাড়াও কয়েকজন মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। এ ছাড়া বিএনপির রয়েছে একাধিক প্রার্থী। তবে প্রায় প্রতিদিনই নির্বাচনী কর্মসূচির মাধ্যমে সরকারের উন্নয়ন তুলে ধরছেন তিনি। সর্বশেষ গত মঙ্গলবার মধ্যনগর বাজারে নৌকার পক্ষে গণমিছিল ও পথসভা করেন তিনি। আগের দিন সোমবার তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে গণমিছিল ও সভা করেন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ কৃষক লীগ ও ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দলীয় একাধিক নেতাকর্মী জানিয়েছেন, মাঠে রণজিত সরকার যেমন এগিয়ে, তেমনি তার বিকল্পও নেই। এ প্রসঙ্গে মধ্যনগর থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলমগীর খসরু বলেন, আমরা রণজিত সরকারের বিকল্প ভাবছি না। তাকেই প্রার্থী দেখতে চাই। একই কথা বলেছেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা।