সিলেটের উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চাই: জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম।
সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভায় নবাগত ডিসি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে সিলেটের ৫৯২ টি পরিবার বসতঘর পাবেন বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম। এসব বসতঘর নির্মাণের ব্যয় ১ লক্ষ করে ধরা হয়েছে বলেও জানান তিনি।বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সঙ্গে মতবিনিময়কালে জেলা প্রশাসক এই তথ্য জানান। তিনি বলেন – প্রাথমিকভাবে আমরা ৫৯২টি পরিবারকে নির্বাচন করেছি। শীঘ্রই আমরা সংশ্লিষ্ট দপ্তর থেকে ওই অনুদান পেয়ে যাবো। সঠিক ভাবে বসতঘর নির্মাণ যাতে হয় সেদিকে দৃষ্টি রাখতে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।জেলা প্রশাসক বলেন, সিলেটের যেকোনো ভালো কাজে নিজেকে উৎসর্গ করে দেবো। সিলেটের :উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চাই।সাংবাদিকরা যেকোনো সময় তার সঙ্গে সাথে যোগাযোগ করতে পারেন এবং তাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন নবাগত এই জেলা প্রশাসক।সাংবাদিকরা যাতে হয়রানির শিকার না হন সেদিকে তাঁর সুদৃষ্টি থাকবে বলেও জানান নবাগত ডিসি। মতবিনিময়কালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ছালিক রুমাইয়া, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, জেলা প্রেসক্লাবের সভাপতি তাপষ রায় পুরকায়স্থ, ইমজার সভাপতি আশরাফুল কবিরসহ জেলা প্রশাসন ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।