সিলেটে থেকে চ্যানেল ২৪’র নির্বাচনী অনুষ্ঠান ‘ভোটের মাঠে’ সরাসরি সম্প্রচার শুক্রবার
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিউজভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল টুয়েন্টিফোর এর ‘ভোটের মাঠে‘ অনুষ্ঠান সিলেট থেকে সরাসরি সম্প্রচার হবে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত। একঘণ্টার এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, জাতীয় পার্টির জেলা সদস্য সচীব ওসমান আলী। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত থাকবেন- সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির সভাপতি খন্দার সিপার আহমদ, সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট জেলা আইনজীবি সমিতির সাবকে সভাপতি ও সিলেট শ্টেশন ক্লাবের সভাপতি ই ইউ শহিদুল ইসলাম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তসহ অনেকেই। এছাড়াও অনুষ্ঠানে শহরের বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ ভোটাররা অংশ নেবেন।
দর্শকেরা অনুষ্ঠানটি টেলিভিশনে এবং চ্যানেল ২৪ এর ফেইসবুক পেজে সরাসরি দেখতে পারবেন।