দিরাইয়ে জয়াসেনগুপ্তার বিরুদ্ধে একজোট আ’লীগের মনোনয়ন প্রত্যাশীরা

মবরুর-সাজু দিরাই থেকে :

সুনামগঞ্জ-২ আসনের সরকারদলীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তের বিরুদ্ধে একাট্টা হয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে আগামী সংসদ নির্বাচনে প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়েছেন তারা।
সোমবার দিরাই পৌরশহরের বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত মতবিনিময় সভায় তারা এ দাবি জানান। এসময় বক্তারা বলেন- সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর পর বিগত উপনির্বাচনে জয়লাভ করেন তার সহধর্মীনি ড. জয়া সেনগুপ্ত। নির্বাচিত হওয়ার পর তিনি এলাকার উন্নয়নবিমুখ। আগামী সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে তাকে পুনরায় মনোনয়ন না দেয়ার কথা বলেন তারা।সকাল থেকে বিপুল সংখ্যক নেতৃৃবৃন্দের সকাল ১০ যুক্তরাজ্য শ্রমিকলীগের সভাপতি শামসুল

হক চৌধুরীর নেতৃত্বে বিভিন্ন উপজেলা ইউনিয়নের নেতৃবৃন্দে পানি উপেক্ষা করে নৌকায় ছড়ে দিরাই এসে পৌছেন নেতৃবৃন্দ পরে এক বিশাল মিছিল পৌরদিরাই  প্রদক্ষিণ করে জনসভাস্থলে প্রবেশ করলে জনসমুদ্রের পরিণত হয় এ সম্মেলন।

সুনামগঞ্জ জেলা আ.লীগের সিনিয়র সদস্য আলতাফ উদ্দীনের সভাপতিত্বে, ও যুবলীগ নেতা মকসদ আলমের সঞ্চালনায়, বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরলে হাজার হাজার জনতা তাকে করতালি দিয়ে সম্ভাষণ জানান তারা। নির্বাচনে যুক্তরাজ্য শ্রমিকলীগের সভাপতি শামসুল হক চৌধুরীর বলেন, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে উপনীত হয়েছে শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যা দেশনেত্রী শেখ হাসিনার হাত ধরে। আর এই উন্নয়ন অব্যাহত রাখতে হলে ভাল গুনসম্পন্ন নেতৃত্বের দরকার। তিনি বলেন নির্বাচন আসলে বসন্তের কোকিল হতে চাই না,৩৩বছর যাবত বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করে আসছি,আমার রাজনীতিতে কোনো স্পট নেই,সুদুর প্রভাসে থেকে ও দেশের জন্য এলাকার জন্য দলের জন্য কাজ করে যাচ্ছি ।  দিরাই- শাল্লার মানুষের জন্য স্কুল কলেজ নির্মানের পাশাপাশি বন্যার সময় যখন কেউ হাত বাড়ায় নি আমিই নিজ উদ্যোগে ত্রাণ বিতরন করছিলাম, তাই আজ সময় এসেছে কথা বলার তাই আবার বলছি রাজনীতিতে বসন্তেরকোকিল হতে চাই না।
আসছে সংসদ নির্বাচন উন্নয়নের স্বার্থে  তিনি

এবার মনোননয়ন ব্যাপারে শতভাগ আশাপ্রকাশ করে বলেন সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগনের সামনে তুলে ধরতে হবে। তাহলেই শেখ হাসিনার নেতৃত্বে আবারও আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসবে। আর আওয়ামীলীগ ক্ষমতায় আসলেই দেশ ও
জনগনের উন্নয়ন হবে। সুনাগঞ্জ-২ আসনে মনোনয়নপ্রত্যাশী সিলেট মহানগর আ.লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম বলেন, আমরা পরিবর্তন চাই এটাই সকলের বক্তব্য, এটা তৃণমূলের দাবি। দিরাই-শাল্লার মানুষ পরিবর্তন চায়, নতুন নেতৃত্ব চায়। আরেক মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট অবনী মোহন দাশ বলেন, বক্তব্য রাখেন মনোনয়নপ্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী ও এমসি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ইকবাল হোসেন বলেন সেনর পর আসল জয়া,জয়ার পর আসবে তার ছেলে, তার ছেলে পর তার বৌ আসবে এটা কোনো কথা হল আমরা সবাই একজোট পরিবর্তন চাই? অন্যা ন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য মঞ্জুরুল আলম চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসজাদুল ইসলাম রতন, প্রচার বিষয়ক সম্পাদক হুমায়ূন রশীদ লাভলু, সদস্য ইয়ামিন চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদ, সিলেট জেলা যুবলীগ সদস্য আশীষ তালুকদার, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া, যুবলীগ নেতা শফিকুল হক, ইফতেখার হোসেন চৌধুরী, মারফত মিয়া, সোলায়মান মিয়া, সামিউল্লাহ সানি, জহিরুল ইসলাম জুয়েল, আবাবুর রহমান, সালাহ উদ্দীন সেলিম, আমির হামজা হৃদয়, বিনিয়ামীন রাসেল, অ্যাডভোকেট আলাউদ্দিন প্রমুখ।

 

এ বিভাগের অন্যান্য