জনসভাস্থল ত্যাগের পূর্বে সংবাদ এসেগছে

মবরুর-সাজু দিরাই থেকে:

সভ্যতারক্রমবিকাশ আর তধ্য প্রযুক্তিরর এই যুগে মোবাইল ফোন ডিজিটাল বাংলাদেশের চেহেরাটাকে পাল্ঠে দিয়েছে বিশেষ করে অনলাইন গণমাধ্যম একধাপ এগিয়ে। দিরাইয়ে আজ তৃণমূলদের কাছে বাংলাদেশ সরকারের উন্নয়ন তুলে ধরার লক্ষে ও আগামি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ২ আসন তথা দিরাই শাল্লায় আওয়ামীলীগের বর্তমান জনপ্রতিনিধি পরিবর্তনের লক্ষ্য অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে ইলেকট্রনিক্স,প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল দশটায় উৎসবমুখর অনুষ্ঠানে চলছিল বিকেল পর্যন্ত নেতৃবৃন্দের বক্তব্যের শেষ প্রান্তে এসে পরিচালনাকারী ঘোষণা দিয়ে দিলেন ডিজিটাল বাংলাদেশ অভিশাপ নয় আশীর্বাদ আপনারা দেখতে পারেন সিলেটের বিভিন্ন অনলাই গণমাধ্যমে অনুষ্ঠান শেষ হবার পূর্বে আজকের অনুষ্ঠানে সংবাদ এসেগেছে এতে স্টেজে মনোনয়ন প্রত্যাশী ও হাজার হাজার সমর্থক হুরহুর করে অনলাই গণমাধ্যমের দিকে নজর দিতে শুরু করেন।

দিরাইয়ে আ. লীগের প্রতিনিধি সম্মেলনে জনতার ঢল পরিবর্তনের দাবি আওয়ামীলীগের উন্নয়ন কর্মকান্ড তৃণমূলে পৌছে দেওয়ার লক্ষ্যে ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে দিরাইয়ে অনুষ্ঠিত তৃণমূল আওয়ামীলীগের প্রতিনিধি সম্মেলনে জনতার ঢল নেমেছিল । গতকাল সোমবার দুপুরে দিরাই কলেজ রোডস্থ বাগানবাড়ি কমিউনিটি সেন্টার মাঠে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও দিরাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা মকসুদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি দিরাই শাল্লায় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট অবনী মোহন দাস, সিলেট মহানগর আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য, সিলেট আইন কলেজের সাবেক ভিপি দিরাই শাল্লায় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি মনোনয়ন প্রত্যাশী সামছুল হক চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ইকবাল হোসেন,জেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য মঞ্জুরুল আলম চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক আজাদুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, উপ-প্রচার সম্পাদক হুমায়ুন রশিদ লাভলু, জেলা পরিষদ সদস্য আবু আব্দুল্লাহ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য ইয়ামিন চৌধুরী, দিরাই উপজেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, রাজানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিক মিয়া, জগদল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসতিয়াক হোসেন মঞ্জু, শাল্লা উপজেলা আওয়ামীলীগ নেতা সোলেমান কবির,দিরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাংবাদিক খালেদ মিয়া, উপজেলা যুবলীগ নেতা মারফত মিয়া, শাল্লা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আশীষ দাস, সিলেট জেলা যুবলীগ নেতা জহিরুল ইসলাম জুয়েল, জগদল ইউনিয়ন যুবলীগের সভাপতি সালাউদ্দীন সেলিম, রফিনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুবুল আলম সোহেল,শাল্লা যুবলীগ নেতা বিপ্লব রায়, যুবলীগ নেতা রফিকুল ইসলাম,আবু সাহেদ, দিরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ আহমদ, ছাত্রলীগ নেতা রুহুল আমিন শুভ প্রমুখ। প্রতিনিধি সম্মেলনে বক্তারা বলেন মাত্র কয়েক বছর আগেও বিশ্বে বাংলাদেশ একটি ক্ষুধা, দারিদ্র এবং প্রাকৃতিক দুর্যোগপীড়িত দেশ হিসেবে পরিচিত থাকলেও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ তা উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। আওয়ামীলীগ সরকারের আমলে বীর মুক্তিযোদ্ধারা ভাতা পায়, বিধবারা ভাতা পায়, গর্ভবতী মায়েরা ভাতা পায়, প্রতিবন্ধীরা ভাতা পায়, আদিবাসী শিক্ষার্থীরা ভাতা পায়, শিক্ষার্থীরা বিনামূল্যে বই পায়। অচিরেই মানুষের ৫টি মৌলিক অধিকার সম্পূর্ণ প্রতিষ্ঠা হবে। এমনকি গৃহহীনরা এখন মাথা গোজার ঠাঁই পাচ্ছে। বর্তমানে দেশের প্রায় ৯০ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। আওয়ামীলীগ সরকার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ও পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পাওয়ায় জনগণের আর্থ-সামাজিক ব্যবস্থার উন্নতি হয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে , শেখ হাসিনার নেতৃত্বে দেশের অপ্রতিরোধ্য উন্নয়নকে অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো শেখ হাসিনার নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। বক্তারা আরো বলেন সারাদেশে সবক্ষেত্রে উন্নয়ন হলেও বয়সের ভারে নতজানু অযোগ্য নেতৃত্বের অভাবে দিরাই শাল্লা অনেকটা পিছিয়ে। বক্তারা আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার প্রতি দিরাই শাল্লায় নেতৃত্ব পরিবর্তনের দাবি জানিয়ে বলেন বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত দিরাই শাল্লাবাসী কে উন্নয়নের স্বপ্ন দেখিয়েছেন তিনি প্রয়াণের পর তাঁর স্ত্রী স্বপ্নপূরণের আশ্বাস দিয়েছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, আমরা আর স্বপ্নের মধ্যে থাকতে চাই না, আমাদের নৌকার মাঝির পরিবর্তন দরকার। সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পৃথকভাবে নৌকার মাঝির পরিবর্তন চাই শ্লোগান দিয়ে মিছিল সহকারে সম্মেলনে যোগ দেন হাজার হাজার নেতাকর্মী। সম্মেলনে দিরাই-শাল্লায় আওয়ামীলীগের প্রার্থী পরিবর্তনের আহবান জানান উপস্থিত নেতাকর্মীরা

 

এ বিভাগের অন্যান্য