ভিশন ২০২১-২০৪১ বাস্তবায়নে প্রবাসী নেতা সামছুল হক চৌধুরীর নেতৃত্বে দিরাইয়ে বিশাল গণমিছিল
দিরাইয়ে ভিশন ২০২১-২০৪১ বাস্তবায়নে গণমিছিল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ভিশন-২০২১ ও ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের দিরাইয়ে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য শ্রমিক লীগের সভাপতি মো. সামছুল হক চৌধুরীর উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২ টায় দিরাই হাইস্কুল রোড থেকে গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় থানা পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য শ্রমিক লীগের সভাপতি মো. সামছুল হক চৌধুরী, যুবলীগ নেতা মকবুল হোসেন, মো. সুজন মিয়া ও আনোয়ারুল হক চৌধুরী রুজেল প্রমুখ।এসময় সামছুল হক চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশের মানুষ উন্নয়নের মুখ দেখে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ও সুসংগঠিত আওয়ামী লীগের সাংগঠনিক দক্ষতায় দেশের মানুষ মুক্তিযোদ্ধে অংশ নিয়ে এ দেশ স্বাধীন করেছে। কিন্তু বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে নৃশংসভাবে হত্যার মাধ্যমে একটি দেশ বিরোধী চক্র ২১ বছর দেশ শাসন করেছে।তিনি বলেন, সেই ২১ বছর দেশের মানুষ উন্নয়নের দেখা পায়নি। আজ বঙ্গবন্ধু কন্যার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নয়নের একটি মডেল দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে।
তাই সময় এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন-২০২১ ও ২০৪১ বাস্তাবায়নের।