নতুন: সাদেকুল ইসলাম সায়াদ
আজ নতুন আলো দেখি ভূবনে
নতুন সুরের গান,
নতুন সুবাস,নতুন বাতাস
নতুন মনের টান।
নতুন আমার চির কথা
নতুন আমেজ মন,
নতুন হয়ে ফুটবো আমি
সবার মাঝে একজন।
নতুন হাতে ধরব এবার
নতুন মনের পাখি,
নতুন জালে মায়াবন্ধী
তারে আমি ডাকি।
নতুন আকাশ,নতুন বাতাস
নতুন মনোমুগ্ধকর,
নতুন হয়ে রুখবো এবার
নতুন কালের ঝড়।
নতুন কবি,নতুন সবি
নতুন ভালোবাসা,
কোথায় পাবো?নতুন আমি
নতুন কিছুর আশা।
নতুনের এই সিক্ত হাওয়া
পাগল হয় এ মন,
নতুন হয়ে আসো এবার
রাখবো সারাক্ষণ
নতুন ভূবন,নতুন সাজে
নতুন পৃথিবীর খেলা,
নতুন রঙে সাজবো আমি
কাটাবো সারা বেলা।
নতুন সুরে, নতুন কলরব
নতুনের গান গাই,
নতুনের মাঝে নতুন জীবন
আমি খুঁজে পাই।।