স্মৃতির জালবোনা:মোঃ মিজাহারুল ইসলাম
স্মৃতির জালবোনা
মোঃ মিজাহারুল ইসলাম
শৈশব আমার রঙিন ঘুড়ি,
স্মৃতিরপটে স্বপ্নে উড়া-উড়ি।
পৌষ মাঘের নিদারুণ শীতে,
রোদ্র পোহাবার ছলে,
খোশগল্প আড্ডার মনোরথে,
বসতাম উঠোনে দলবলে।
শিশির সিক্ত ভোর বেলায়
ধান দিয়ে মুড়ি কিনে,
সুখ,শ্লোক,গল্পের খেলায়,
বিলোতাম মুড়ি জনে জনে।
গ্রীষ্মে গাছে গাছে উঠে
খোঁজতাম পাখিদের ছানা,
বারণ শুনতাম না মোটে,
আম জাম পাড়া মানা।
সুপারি পাতার খোলে বসে
ভাবতাম চলছে রেল গাড়ি,
প্রাণখোলা অট্ট হাসি-হেসে,
দিতাম খোলে টান দমছাড়ি।
বর্ষায় ভাসিয়ে কলার ভেলা
শাপলা,শালুক,ঢ্যাঁপ তুলে,
চলত ডুব সাঁতার খেলা,
স্কুল যাওয়া বেমালুম ভুলে।
কখনো বা ক্ষেত ডুবাজল
কাদায় বেঁধে চার দিক,
দিতাম সেচ,দিয়ে সেচকল,
জুটবে মাছ? কম বা অধিক!
ভেবে সাত পাঁচ,ছুটি দিকবিদিক।
ফসলের মাঠে ধানের ক্ষেতে
ঘাস ফড়িং’র পিছে ছুটাছুটি,
যদিও ধরতাম একটি কোনমতে,
প্রফুল্ল চিত্তে হর্ষে’ই লুটোপুটি।
সময়ের খেয়ালেই সময় হারায়
একা ভাবি নিরাকার নিরালায়,
দেখি শৈশব স্মৃতির আনাগোনা,
স্মৃতিরপটে’ই স্মৃতির জালবোনা।
তাং -১৫/০৯/১৮ খ্রীস্টাব্দ, সিলেট।