নিউয়র্কে ব্যবসায়ী সম্মেলন শেষে আগামিকাল দেশে ফিরছেন মেহেদি কাবুল
জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ গলি ব্যবসায়ী সমিতির ও সিলেট জেলা প্রেস মালিক কল্যাণ সমিতির সভাপতি মেহেদি কাবুল তিন সপ্তাহ আমেরিকা সফর শেষে আজ রবিবার সকাল ৯ ঘটিকায় রওনা দিয়েছেন ও আগামীকাল সোমবার দুপুর ১ টায় সিলেট এয়ারপোর্টে পৌছবেন বলে জানাযায় । তিনি সুস্থ ভাবে ফিরে আসার জন্য সবার নিকট দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন । উল্ললেখ্য আন্তর্জাতিক ব্যবসায়ী সম্মেলন ইউ,এস বিডি এক্সপো ২০১৮ তে যোগদানের উদ্দেশ্যে গত আমেরিকার নিউয়র্কের হোটেল লীসয়েল মিলনায়তনে আগামি ২৭ও ৩১ আগস্ট অনুষ্ঠিতব্য এ সম্মেলনে যোগদিতে ২৫ আগস্ট এমিরেটসের একটি ফ্লাইটে তিনি রওনা হন। এছাড়া এ সম্মেলনে মেহেদী কাবুল বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণের পাশাপাশি বিশ্বের নানাপ্রান্ত থেকে আসা ব্যবসায়ীদের সাথে মতবিনিমিয় করেন। তিনি সিলেটেন সময় কে বলেন ডিজিটাল বাংলাদেশরর ব্যবসা বাণিজ্যেও নানামুখী চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথাও তিনি সম্মেলনের বিভিন্ন পর্যায়ে তুলে ধরেছেন। সম্মেলন শেষে মেহেদী কাবুল নিউয়র্কে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদেও আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করেন। উল্লেখ্য মেহেদী কাবুল,সিলেট প্রেসমালিক কল্যাণ সমিতি, ও মুক্তিযোদ্ধাগলি ব্যবসায়ী সমিতি সভাপতিসহ সিলেটের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।এর আগে তিনি সৌদিআরব, যুক্তরাজ্য,নেপাল,ভারতসহ বিভিন্ন জায়গা ভ্রমণ করেছেন।