বালুচরে কার্তুজসহ একনলা বন্দুক উদ্ধার
সিলেটের শহরতলি বালুচর থেকে একটি তাজা কার্তুজসহ একনলা একটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে শাহপরান থানা পুলিশের একটি অভিযান কালে এ বন্দুক ও কার্তুজ উদ্ধার করা হয় বলে রোববার (৯ সেপ্টেম্বর) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মুহম্মদ আবদুল ওয়াহাব জানিয়েছেন, পুলিশের কাছে তথ্য ছিল বালুচরস্থ ছড়ারপাড় ব্রিজের পূর্ব পার্শ্বে টিলার উপরে কয়েকজন লোক অপরাধ সংঘটিত করার লক্ষে জড়ো হয়েছে। সেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
এসময় ঘটনাস্থলে তাদের সঙ্গে থাকা একটি দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত একনলা বন্দুক ও একটি তাজা কার্তুজ পাওয়া যায়। পরে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করে তা জব্দ করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের এ কর্মকর্তা।