দিরাই- শাল্লায় সম্ভাব্য প্রার্থীদের মতবিনিময় ও গণসংযোগ
দিরাই শাল্লা ২ আসনটি আওয়ামী লীগের ঘাটি হিসেবে পরিচিত। এ আসনটিতে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত সাতবার নির্বাচিত হয়েছেন। সেই সময়ে এই আসনে নতুন নেতৃত্বের কোনো হাওয়া উঠেনি।
কারন দিরাই শাল্লার এমপি ছিল একজন রাজনীতিবিদ ব্যাক্তি। উনার রাজনীতির সিস্টেম ছিল ভিন্ন ধরনের। এজন্যই বার বার নির্বাচিত হয়েছেন। তবে উনার মৃত্যুর পর সেই চিত্র বদলে গেছে।
রাজনীতিবিদ ব্যাক্তির অভাবে এই আসনটি একাদশ নির্বাচনে আওয়ামী লীগের হাত ছাড়া হতে পারে বলে সাধারণ জনগন মনে করছেন। কারন উপ নির্বাচনে প্রয়াত নেতার সহধর্মীনী ড. জয়া সেনগুপ্তা জয়ী হয়ে দলের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হিসেবে গড়ে তুলতে পারেননি। বরং কোন্দলের সৃষ্ঠি করেছেন বলে অভিযোগ উঠেছে।
তৃণমুল নেতাকর্মীদের দাবী ড. জয়া সেনগুপ্তা দিরাই শাল্লায় দুয়েক জন ছাড়া কাউকে চিনেনি। এমন কি সাধারণ জনগনও কোনো কারনে উনার শরানাপন্ন হলে উনি হাবিল কাবিল আর মদরিছের কাছে পাঠান বলে সাধারণ জনগন জানান। বর্তমান এমপি অন্যের উপর নির্ভর করে সিদ্ধান্তে যান বলে দিরাই শাল্লার তৃনমুল নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে পরিবর্তনের দাবী তুলেছেন। এরই ধারাবাহিকতায় দিরাই উপজেলা মতবিনিময় করে শাল্লা উপজেলায় তৃনমুল নেতাকর্মীরা মতবিনিময় করে মাঠে নামছেন।
আগামী একাদশ নির্বাচনে দিরাই শাল্লা আসনটি আওয়ামী লীগের কাছে থাকতে হলে পরিবর্তন করতে হবে বলে জনগনও দাবী তোলেছেন। পরিবর্তনের লক্ষে এবং আয়ামী লীগকে ধরে রাখতে গতকাল শাল্লা উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এডভোকেট অবনী মোহন দাসের নিজস্ব অফিসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট অবনী মোহন দাসের সভাপতিত্বে ও যুবালীগ নেতা হিমাদ্রী সরকার হিমেল ও রফিকুল ইসলাম রফিক এর যৌথ সঞ্চলানায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন দিরাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সুনামগঞ্জ আওয়ামীলীগের সদস্য, প্রবীণ রাজনীতিবীদ আলতাব উদ্দিন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আলতাব উদ্দিন বলেন- যারা অন্যের দ্বারা পরিচালিত হয়ে দিরাই-শাল্লা চালান, নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই তাদেরকে দিরাই শাল্লাবাসী আর চায় না। দিরাই-শাল্লার অবহেলিত বঞ্চিত মানুষজন নিজস্ব ক্ষমতার মানুষ চান।
সভাপতির ভাষণে এড.অবনী মোহন দাস বলেন- বাবু সুরঞ্জিত ছিলেন শিষ্য মারা গুরু, উনি যোগ্য নেতৃত্ব গড়ে উঠতে দেন নি কখনো। দিরাই শাল্লায় প্রার্থী পরিবর্তন সময়ের দাবী।
বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদ বলেন-দিরাই-শাল্লার রাজনীতিতে অশনি সংকেত দেখা দিয়েছে-অর্থ হরিলুটের রাজনীতি এখন বইছে দিরাই শাল্লায়। লুটতরাজ আর দূর্নীতিবাজদের প্রতিহত করতে মানুষজন এখন পরিবর্তন চান৷ প্রকৃত আওয়ামীলীগারদের বঞ্চিত করে নব্য হাইব্রিড আওয়ামীলীগারা আজ দিরাই-শাল্লার অবহেলিত মানুষের প্রাপ্য অধিকার হরণ করে গদি আকড়ে আছে। এখনও সময় আছে সম্মান নিয়ে ঘরে ফিরেন৷
- যারা প্রকৃত আওয়ামী রাজনীতিবীদের বঞ্চিত করে লাফাচ্ছেন! তারাই জননেত্রীর শেখ-হাসিনার নৌকা ডুবাবেন।
এই মাঝি দিয়ে যদি নৌকা ঘাট থেকে ভাসানো হয়” নিশ্চিত নৌকা ডুবে যাবে।
দুর্নীতিবাজদের কারণে নৌকার সমর্থনকারীরা দ্বিধান্বিত দিরাই শাল্লায়। ওদের অপকর্মের জন্য শেখ-হাসিনার নৌকা যদি ডুবে যায়, দিরাই-শাল্লার মানুষজন উন্নয়ন থেকে বঞ্চিত হবে৷
বিশেষ অতিথির বজতব্যে মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা, যুক্তরাজ্য শ্রমিকলীগের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট সামছুল হক চৌধুরী বলেন-
আমি মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানসকন্যা শেখ-হাসিনা দৃষ্টি আকর্ষণ করছি দিরাই-শাল্লার নৌকার মাঝি ক্লিন ইমেজের নতুন কাউকে দিন আমরা আপনাকে বিজয় উপহার দিব।
এছাড়া বক্তব্য রাখেন-সিলেট মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এডভোকেট সামছুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা ও মনোনয়ন প্রত্যাশী ইকবাল হোসাইন,আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক এডভোকেট আজাদুল ইসলাম রতন, বন বিষয়ক সম্পাদক জাহানগীর চৌধুরী,উপ-প্রচার সম্পাদক হুমায়ূন কবির লাভলু,সাবেক ইউপি চেয়ারম্যান ও শাল্লা উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুস সত্তার, দিরাই উপজেলা যুবলীগ নেতা মুকছুদ আলম, সিলেট জেলা যুবলীগ নেতা জহিরুল ইসলাম জুয়েল, সুনামগঞ্জ জেলা কৃষকলীগ নেতা আশিষ তালুকদার, শাল্লা উপজেলা আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম, এডভোকেট খোরশেদ আহমেদ,আটগাঁও ইউপি যুবলীগ সভাপতি আমির হামজা,মলয় সরকার,সুলেমান মিয়া,জগদল ইউপি যুবলীগ সভাপতি সেলিম আহমেদ,রফিনগর ইউপি যুবলীগ সভাপতি সুহেল মিয়া,সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ,যুবলীগ নেতা বিনি ইয়ামীন রাসেল প্রমুখ।##