শ্রম আইন সংশোধনে অনুমোদন
শ্রম আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সংশোধনীতে শ্রমিক ও মালিকদের বিভিন্ন অপরাধে সাজার মেয়াদ কমিয়ে ও ক্ষতিপূরণ বাড়ানোর প্রস্তাব করা হয়। এ সংশোধনীতে শ্রমিকদের জন্য কারখানাগুলোতে বিশ্রাম ও খাবারের জন্য পৃথক কক্ষ রাখারও প্রস্তাব করা হয়েছে।
আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শ্রম আইন সংশোধনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, সংশোধিত শ্রম আইনে বেশ কিছু বিষয়ে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্য রয়েছে শ্রমিকদের উৎসব ভাতা বাধ্যতামূলক; কিশোররা কাজ করতে পারবে, শিশুরা নয়; দুর্ঘটনায় কোনো শ্রমিক নিহত হলে তার ক্ষতিপূরণ দ্বিগুণ দিতে হবে।