নগরীর কুয়ারপাড়ে দুই ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাত
নগরীর কুয়ারপাড় মসজিদের সামনে নির্বাচনী দ্বন্দ্বের জেরে ছাত্রলীগের দুই কর্মী ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।
আশংকাজনক অবস্থায় শাহীন আহমদ (২২) ও নুরউদ্দিন (২৩) নামের ওই দুই ছাত্রলীগ কর্মীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।
আহত দুই ছাত্রলীগ কর্মী অভিযোগ করে বলেন, ১২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী পিযুষ কান্তি দের সমর্থক হয়ে নির্বাচনে কাজ করি আমরা। এর জেরধরে স্থানীয় কিছু ছেলে আমাদের উপর উত্তেজিত হয়ে খোঁজতে থাকে।
তারা বলেন, রবিবার সন্ধ্যায় পিযুষ কান্তি দের বাসায় অনুষ্ঠানে আমরা ছিলাম শেষ করে ফেরা পথে আমাদের উপর হামলা করা হয়। হামলাকারীরা ১০/১২জন যুবক দেশী অস্ত্রসস্ত্র নিয়ে এ হামলা চালায়। ঘটনার রাত আনুমানিক আড়াইটার দিকে পিযুষের নির্বাচনী কাজের সমর্থক ফয়সল আহমদ ও আক্তার হোসেনের বাসায় গিয়ে পুলিশ খোঁজাখোঁজি করে।
এ ব্যাপারে কোতোয়ালী থানা ওসি মোশারফ হোসেনের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি।