ব্যবসায়ী সম্মেলনে যোগ দিতে আমেরিকা যাচ্ছেন মেহেদী কাবুল:
আর্ন্তজাতিক ব্যবসায়ী সম্মেলন ইউ,এস বিডি এক্সপো ২০১৮ তে যোগদানের উদ্দেশ্যে আমেরিকা যাচ্ছেন অনলাইন টেলিভিশন ওয়ানটিভির ব্যবস্থাপনা পরিচালক, সিলেটের সময় ডটকমের সম্পাদক, তরুণ ব্যবসায়ী মেহেদী কাবুল । নিউয়র্কের হোটেল লীসয়েল মিলনায়তনে আগামি ২৭ও ৩১ আগস্ট অনুষ্ঠিতব্য এ সম্মেলনে যোগদিতে আগামিকাল ২৫ আগস্ট এমিরেটসের একটি ফ্লাইটে তিনি রওনা হবেন। সম্মেলনে মেহেদী কাবুল বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণের পাশাপাশি বিশ্বের নানাপ্রান্ত থেকে আসা ব্যবসায়ীদের সাথে মতবিনিমিয় করবেন। এছাড়া বাংলাদেশের ব্যভসা বাণিজ্যেও নানামুখী চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথাও তিনি সম্মেলনের বিভিন্ন পর্যায়ে তুলে ধরবেন। সম্মেলন শেষে মেহেদী কাবুল নিউয়র্কে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদেও আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করবেন। উল্লেখ্য মেহেদী কাবুল,সিলেট প্রেসমালিক কল্যাণ সমিতি, ও মুক্তিযোদ্ধাগলি ব্যবসায়ী সমিতি সভাপতি এবং সিলেট অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষসহ সিলেটের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।এর আগে তিনি সৌদিআরব, যুক্তরাজ্য,নেপাল,ভারতসহ বিভিন্ন জায়গা ভ্রমণ করেছেন।