সিলেটের শাহী ঈদগাহে লাখো মুসল্লির ঈদের জামাত আদায়
লাখো মুসল্লির অংশগ্রহণে সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টয় জামাতে অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতসহ সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ঈদের নামাজে জমায়েত মানুষের সারি পার্শ্ববর্তী কয়েকটি রাস্তায় ছড়িয়ে পড়ে।
শুভেচ্ছা বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, শাহী ঈদগাহের পুরনো মুসল্লি তিনি। ১৯৪১ সাল থেকে তিনি এখানে নামাজ আদায় করে আসছেন। তিনি বলেন, কুরবানি আমাদের ত্যাগের শিক্ষা দেয়।
শাহী ঈদগাহ ছাড়াও সিলেটের হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ ও হজরত শাহপরান (রহ.) মাজার ও আলিয়া মাদরাসা মাঠে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও সিলেট নগরীর বিভিন্ন স্থানে মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়