অপরুপ বাংলাদেশ আলোকচিত্র প্রতিযোগীতা এবং প্রদর্শনী

‘অপরুপ বাংলাদেশ আলোকচিত্র প্রতিযোগীতা এবং প্রদর্শন

পুরস্কার- ব্যাংকক,দিল্লী,কক্সবাজার বিমান টিকেট

বাংলাদেশের অপরুপ সকল চিত্র তুলে ধরার জন্য আলোকচিত্র প্রদর্শনী এবং প্রতিযোগিতা আয়োজন করেছে লেটার ম্যাগাজিন ।আগামী ১ এবং ২ সেপ্টেম্বর ২০১৮- সিলেট বঙ্গবীর উসমানী শিশু উদ্যানে দুদিন ব্যাপী হবে আলোকচিত্র প্রদর্শনী ।

প্রথমস্থান অধিকারী পাবেন সনদসহ ঢাকা-ব্যাংকক-ঢাকা বিমান টিকেট। দিতীয় স্থান অধিকারী পাবেন ঢাকা-দিল্লী-ঢাকা বিমান টিকেট। তৃতীয় স্থান অধিকারী পাবেন, ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকেট এবং আরো ১০জন আলোকচিত্রী পাবেন সনদ

আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার আলোকপাত ‘অপরুপ বাংলাদেশ’। আগ্রহী আলোকচিত্রীরা ২৫- আগস্ট ২০১৮ মধ্যে ই-মেইলে ছবি পাঠাতে পারবেন ।একজন প্রতিযোগী সর্বোচ্চ চারটি ছবি পাঠাতে পারবেন

বিচারকদের মতামতের মাধ্যমে ছবি প্রদর্শনীর জন্য রাখা হবে ।এবং আলোকচিত্রীদের ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

ছবির বিষয়:

অবশ্যই বাংলাদেশের সুন্দর্যময় রুপ তুলে ধরতে হবে ছবিতে, যেমন বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, উৎসব, সংস্কৃতি ও ঐতিহ্য, প্রকৃতি, মানুষের জীবনের চিত্র।

• ছবিটিতে অশ্লীল, বা আপত্তিকর কিছু থাকতে পারবে না।

নিয়মাবলী:

নিবন্ধন ফি ৩০০ টাকা-বিকাশ নাম্বার -01796632656
নিবার্চিতরা প্রতিটি ছবির ফ্রেমিং এবং প্রিন্টিং এর জন্য জমা দিতে হবে ৫০০ টাকা এবং ছবি পাঠাতে পারবেন সাদা-কালো-রঙিন।
কপি রাইটের কোন ছবি গ্রহন করবে না কর্তৃপক্ষ ।
মোবাইলের ছবিও জমা দিতে পারবেন –সাথে মোবাইলের মডেল লিখে দিতে হবে
প্রদর্শনীতে আলোকচিত্রীর ছবি বিক্রি হলে তার ৭০ ভাগ পাবেন আলোকচিত্রী।
আয়োজকদের সকল সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে ।
আয়োজকদের মূল আলোকচিত্র পরীক্ষা বা জমার বৈধতা নিশ্চিত করার জন্য (র) ফাইল চাওয়ার অধিকার রাখবে ।
নির্দিষ্ট সময়সীমার মধ্যে মূল (র) ফাইল সরবরাহ করতে ব্যর্থ হলে প্রদর্শনী থেকে অযোগ্য বিবেচিত করে বাতিল করা হবে ।
ছবিতে কোন ধরনের সম্পাদনা করা যাবে না
শর্তাবলীর সাথে সঙ্গতি না হলে অংশগ্রহণকারী অযোগ্য ঘোষণা করা হবে ।
ছবি দেয়ার ইমেইল-এ info.galaxytop@gmail.com
o সকল বাংলাদেশীরা অংশগ্রহন করতে পারবেন

ইমেইল এর সাবজেক্ট লাইনে লিখুন এভাবে Beautiful Bangladesh_Your Full Name _ Your Mobile Number

সাথে লিখে দিন আপনার- বিকাশ নাম্বার .বিকাশ আইডি. ফি-পাঠানোর সময় এবং তারিখ

আপনার ফি এবং মেইল, পাওয়ার সাথে জানানো হবে

প্রত্যেক ছবির নামকরন (file name) করতে হবে এভাবে Your Full Name_Phone Number-_Title of the Photo (ক্যাপশন- দিবেন )_- Photo Serial Number

Number { Example: your name(shahin ahmed)_phone number(01XXXXXXXXX)_photo title(beautifull Bangladesh)_ serial no.1}

https://www.facebook.com/thelettermagazine/

interested photographers are requested to submit their photos as early as possible.

এ বিভাগের অন্যান্য