জামালগঞ্জে আওয়ামী মৎস্যজীবী লীগের শোক সভায় এ্যাড. রনজিত সরকার

জামালগঞ্জে আওয়ামী মৎস্যজীবী লীগের শোক সভায় এ্যাড. রনজিত সরকার..

যতদিন বেঁচে থাকব হাওর পারের মানুষের মঙ্গলে কাজ করে যাব

সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট রনজিত সরকার বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করে বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্যকে মুছে দিতে চেয়েছিল দুষ্কৃতিকারীরা। কিন্ত আজ সৃষ্টিকর্তার আশীর্বাদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতা গ্রহণের পর স্বাধীনতা বিরোধীদের বিচারের রায়ে ফাঁসি কার্যকর করে জাতিকে অভিশাপ মুক্ত করছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশে^র বুকে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
আমি হাওর পারের সন্তান। জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করে সিলেটে পড়ালেখার পাশাপাশি ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়ি। তাই জামালগঞ্জের সাথে আমার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে। আমি আপনাদের সন্তান সমতুল্য। আপনাদের ভালোবাসাই আমাকে আগামী দিনে চলার পথে অনুপ্রেরণা জুগিয়ে যাবে। ছাত্রলীগের মাঠপর্যায়ের একজন কর্মী থেকে আপনাদের দোয়া-ভালোবাসায় আজ আমি এ পর্যন্ত এসেছি। আগামী দিনেও আপনারা আমার পাশে থাকলে হাওর এলাকার অসহায়-দরিদ্র ও অবহেলিত মানুষের কল্যাণে কাজ করে যাব। আওয়ামী লীগকে ভালোবেসে অনেক জেলজুলুম নির্যাতনের শিকার হয়েছি তারপরও বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হইনি। যতদিন বেঁচে থাকব বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে এই হাওর পারের মানুষের মঙ্গলে কাজ করে যাব।
মঙ্গলবার বিকালে সাচনা বাজার ঐতিহ্যবাহী বটতলায় বিশাল শোকসভায় সভাপতিত্ব করেন আওয়ামী মৎস্যজীবী লীগের জামালগঞ্জ উপজেলা সভাপতি মোঃ জাবেদ জাহাঙ্গীর। সিলেট মহানগর শাখা স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুব্রত সামন্ত সরকার ও উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক টনিক বনিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম আহমদ সেলিম, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, সিলেট মহানগর যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলম, সাবেক যুবলীগ নেতা বোরহান আল আজাদ,মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা রোকন আল রোহান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের. সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন চৌধূরী, যুগ্ম সাধারন সম্পাদক হেলাল আহমদ জয়, সাংগঠনিক সম্পাদক মোঃ অলি উল্লাহ, ছাত্রলীগ নেতা জয়াশীষ লিটন।

এ বিভাগের অন্যান্য