সিলেটে ২০৩ গাড়ি ও ৪৪ চালকের বিরুদ্ধে মামলা
চলমান ট্রাফিক সপ্তাহ’র প্রথম দিন সিলেটে ২০৩ গাড়ি এবং ৪৪ চালকের বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ। এ মামলা থেকে জরিমানা আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে মোট ২ লক্ষ ২ হাজার ৩ শত টাকা।
রোববার (৫ আগস্ট) দিনব্যাপী পরিচালিত ট্রাফিক পুলিশের অভিযানে এ মামলা ও জরিমানা আদায় করা হয় বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) তুফায়েল আহমদ।
তিনি বলেন, রোববার ট্রাফিক সপ্তাহর প্রথম দিনে মহানগরীর বিভিন্ন মোড়ে অভিযান চালিয়ে ট্রাক, বাস, মাইক্রোবাস-মিনিবাস, অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন রকম গাড়ির কাগজপত্র যাচাই বাছাই করে এসব গাড়ির ওপর মামলা দেয়া হয়। এছাড়াও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৪৪জন চালকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে বলে জানান তিনি।
এর আগে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে সারা দেশে জাতীয় ট্রাফিক সপ্তাহ ঘোষণা করে পুলিশ। এর অংশ হিসেবে সিলেট মেট্রোপলিটন পুলিশ রোববার ট্রাফিক সপ্তাহ’র প্রথম দিন নগরীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এসব গাড়ি ও চালকের বিরুদ্ধে মামলা দেয়। এসময় ট্রাফিক পুলিশের সাথে সিলেট জেলা রোভার স্কাউটস এর রোভাররা সহায়তা করছেন।