সিসিক নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ভোটগ্রহণের জন্য প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুলাই) সকাল ৯টা থেকে নগরের মদন মোহন কলেজে প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। একইভাবে শুক্রবারও (২৭ জুলাই) প্রশিক্ষণ চলবে।

সিসিক নির্বাচনে তথ্য প্রদানকারী কর্মকর্তা প্রলয় কুমার সাহা জানান, দু’দিনের প্রশিক্ষণে প্রথমদিনে অর্ধেকের বেশি নির্বাচনী কর্মকর্তারা প্রশিক্ষণে অংশ নিয়েছেন। বাকিরা পরদিন প্রশিক্ষণ নেবেন। সর্বমোট ৩ হাজার ২শ’ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি বলেন, ২৮৮ জনকে অতিরিক্ত হিসেবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাতে করে কারও অসুবিধা বা অসুস্থ হলে তাৎক্ষণিক তার পরিবর্তে দায়িত্ব দেওয়া যায়।

সিসিক নির্বাচনে ১৩৪ টি ভোট কেন্দ্রে একজন করে প্রিজাইডিং অফিসার, ৯২৬ জন সহকারি প্রিজাইডিং অফিসার এবং ১৮৫২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।

দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মুখলেছুর রহমান, কমিশনের অন্য কর্মকর্তারা, আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তাসহ অন্তত ৩৪ জন প্রশিক্ষক  হিসেবে থাকবেন।

এ বিভাগের অন্যান্য