স্মার্ট-সবুজ সিটি গড়ার প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার জুবায়েরের
সিলেট হবে সুশাসনের, নগর হবে জনগণের’- এমন স্লোগানে ১৯দফা ইশতেহার ঘোষণা করেছেন নাগরিক ফোরাম মনোনীত মেয়র প্রার্থী নগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। ঘোষিত ইশতেহারে পরিচ্ছন্ন, সবুজ, আলোকিত ও স্মার্ট সিটি গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।
বৃহস্পতিবার নগরীর সাপ্লাই রোডে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন জুবায়ের।
ইশতেহারে তিনি বলেন, ‘সিলেট মহানগরকে একটি স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা সময়ের দাবি, সে দাবির আলোকে একাধিক উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।’
সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারণ, মাস্টারপ্ল্যান তৈরীর মাধ্যমে বিদ্যমান সমস্যার সমাধান, ফুটপাত দখলমুক্তকরণ ও সম্প্রসারণ, হকারদের জন্য হলিডে মার্কেট চালু, জলাবদ্ধতামুক্ত মহানগর, বিশুদ্ধ পানির অভাব দূরীকরণ, পরিচ্ছন্ন মহানগর ও বর্জ্য ব্যবস্থাপনায় উদ্যোগ, কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যসেবা চালু, নিম্ন আয়ের জনগোষ্ঠীর উন্নয়ন, জবাবদিহিমূলক সিটি প্রশাসন,মুক্তিযোদ্ধাদের মর্যাদা, পর্যটনবান্ধব মহানগর, মাদকমুক্ত নগর গঠন ও নিরাপত্তা জোরদার, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রবাসী সেবা, নারীর মর্যাদা প্রতিষ্টা ও উন্নয়ন, চিড়িয়াখান নির্মাণসহ সবুজ, স্মার্ট ও আলোকিত সিলেট সিটি গড়তে প্রতিশ্রুতি দেন জুবায়ের।
ইশতেহার ঘোষণাকালে জুবায়ের জনগণের ভোটের আমানত যথাযথভাবে সংরক্ষণ করার প্রতিশ্রুতি দেন। একই সাথে টেবিল ঘড়ি প্রতীকে ভোট দিয়ে মহানগরের সেবা করার সুযোগ দিতে নগরবাসীকে আহ্বান জানান তিনি।