মেয়র প্রার্থী কামরানকে এনপিপি’র সর্মথন

ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) সিলেট জেলার কর্মী সভা অনুষ্ঠিত
ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য শেখ আবুল কালাম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে তিন’শ আসনে প্রার্থী দিবে তার সংগঠন।

সে লক্ষে সকল আসনে প্রার্থীদের তথ্য সংগ্রহ চলছে।

তিনি আরো বলেন, আমরা তারুণ্য নির্ভর দল। কারণ আজকের তরুণ প্রজন্মরাই আগামির বাংলাদেশ নির্মাণে অগ্রণী ভুমিকা পালন করবে, সে জন্য সংগঠনের প্রত্যেক নেতা কর্মীকে সজাগ থাকতে হবে। যাতে করে বর্তমান সরকারের গণতান্ত্রিক নীতি সকল সময় সব জায়গায় অটল থাকে। আর গণতন্ত্র সকল মানুষের অধিকার বাংলাদেশের গণতন্ত্র এগিয়ে যাচ্ছে বর্তমান সরকারের সফল উদ্যোগ এর কারণে। তবে সমৃদ্ধশীল বাংলাদেশ বির্নিমাণে এদেশের সকলস্থরের জনসাধারণকে এগিয়ে আসতে হবে।

সিলেট সিটি করপোরেশন নির্বাচন সর্ম্পকে তিনি বলেন, আমরা নানা দিক চিন্তা করে এখানে কোন প্রার্থী দেইনি। তবে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী বদর উদ্দিন কামরানকে আমরা সমর্থন দিয়েছি। তিনি শুক্রবার বিকালে সিলেটের একটি অভিজাত হোটেলে সিলেট জেলা ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত কর্মী সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সিলেট জেলা ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এর আহ্বায়ক মো. ইউসুফ আহমদের সভাপত্বিত্বে ও রকিব হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান বাচ্ছু, কেন্দ্রীয় সাহিত্য ও কৃষ্টি বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহ। আরো বক্তব্য রাখেন, সমাজ সেবক মো. হারুন অর রশিদ চিসতী, মো. মনোয়ার হোসাইন, আশরাফুল ইসলাম, মো. মামুন আহমদ, কিবরিয়া, ধানশী সভাপতি বৌদ্ধ দাস টুটুল, এনপিপি সিলেট মহানগর সভাপতি নূর মিয়া, মহানগর নেতা সাদিক হোসেন দুলাল, দুলাল আহমদ ছাত্রনেতা মো. রোকন উদ্দিন সহ প্রমূখ। -বিজ্ঞপ্তি

এ বিভাগের অন্যান্য