মডেল ওয়ার্ড গড়ার প্রত্যয়ে লাটিম প্রতীকে সাইদীর গণসংযোগ

 মবরুর সাজু:

জমে উঠেছে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন। দিন থেকে  গভীর রাত পর‌যন্ত প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা । দিন যত ঘনিয়ে আসছে প্রার্থীরা নিজের মতো করে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন । নানান প্রতিশ্রুতি আর কথার পংক্তি মালায় ভোটারদের আকৃষ্ট করছেন ওয়ার্ডে কাউন্সিলররা। সিলেট সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডের মোঃ সাইদী তিনি একজন এই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এবার প্রথম অংশগ্রহণ করছেন বলে জানা যায় ।  গতকাল গণসংযোগ কালে সাইদী বলেন সিলেট সিটির  ১৪ নং ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ডে রূপান্তির করার প্রত্যয় নিয়ে  লাটিম প্রতীকেপ্রচারণা চালিয়ে যাচ্ছেন  তিনি। প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত ১৪নং ওয়ার্ডে সর্বস্তরের ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ‘লাটিম’ মার্কায় ভোট দেওয়ার জন্য ভোট প্রার্থনা করেন।তিনি বলেনজলাবদ্ধতা দূরীকরন, মাদকমুক্ত সমাজ গঠন, মা ও শিশুদের জন্য গড়ে তোলা মাতৃসদন, পরিস্কার পরিচ্ছন ওয়ার্ড গড়ে তোলা, আলোকিত ওয়ার্ড অন্ধকার জায়গায়  ল্যাম্পপোষ্ট লাইটসহ সকল ধরনে সরকারী অনুদান যার মধ্যে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতা, বিধবা ভাতা প্রদানসহ ১৪নং ওয়ার্ডকে সু-শিক্ষায় আলোকিত ওয়ার্ড হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন কাউন্সিলর প্রার্থী মোঃ সাইদী। তিনি ১৪নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সেবা করার জন্য লাটিম মার্কায় ভোট দিয়ে সেবা করার সুযোগ চান। গনসংযোগ কালে তিনি আরো বলেন বলেন,একটি আধুনিক পরিচ্ছন্ন ওয়ার্ড গঠনই হচ্ছে আমার মূল লক্ষ। ওয়ার্ডের মসজিদ – মাদ্রাসা – মন্দিরের উন্নয়ন, রাস্তা -ঘাট,ড্রেন ও চিকিৎসা ব্যাবস্তার উন্নয়ন করবো। এছাড়া বয়স্কভাতা বিধবা ভাতা,নারী ও শিশুদের উন্নয়নে শিক্ষার প্রসার বাড়াবো। তিনি লাটিম মার্কায় আগামী ৩০ তারিখে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।

 

 

এ বিভাগের অন্যান্য