আরিফ কে সেলিমের চ্যালেঞ্জ বাহিনী ফুসে উঠছে!

সিলেট সিটি করপোরেশন নির্বাচন

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে কে হচ্ছেন বিএনপির প্রার্থী! আরিফ না সেলিম? এ নিয়ে সিলেটের রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা। সিটি করপোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম দুই জনই ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। একইসঙ্গে রাজপথে আন্দোলন করেছেন কাঁধে কাঁধ মিলিয়ে। তবে সিলেট সিটি নির্বাচনের তারিখ নির্ধারণ হওয়ার পর থেকেই তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। নির্বাচনি মাঠে আরিফ-সেলিমের দ্বন্দ্ব নিয়ে সিলেট বিএনপিতে সমালোচনার ঝড় বইছে।সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী বিভিন্ন সময় আশাবাদ ব্যক্ত করেছিলেন বদরুজ্জামান সেলিম মনোনয়ন প্রত্যাহার করে তাকে সমর্থন দান করবেন। কিন্তু এখন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম উল্টো আরিফের সমর্থন প্রত্যাশা করলেন। রোববার (৮ জুলাই) সিলেট নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এই আশাবাদ ব্যক্ত করেন নাগরিক কমিটি, সিলেট এর ব্যনারে সিসিক নির্বাচনে মেয়র পদের এই প্রার্থী। সংবাদ সম্মেলনে বদরুজ্জামান সেলিম বলেন, আমি আশা করি আমার দলের নেতৃত্বের শুভ বুদ্ধির উদর হবে। সেই সাথে আরিফুল হক চৌধুরী মনোনয়ন প্রত্যাহার করে, দলের নেতাকর্মীর প্রত্যাশা অনুযায়ী আমাকে সমর্থন দান করবেন। তিনি আরও বলেন, আর যদি আমার দল (বিএনপি) আমাকে সমর্থন নাও দেয় তাহলে ইনশাল্লাহ আমি নগরবাসীর খেদমতে নিজেকে নিয়োজিত রাখবো এবং আগামী ৩০ জুলাই সিসিক নির্বাচনে নাগরিকদের প্রার্থী হিসেবে লড়ে যাবো।এসময় সেলিম বলেন, ১৯৭৮ সালে জিয়ার আদর্শে গড়া সংগঠন জাগদলের সদস্য হিসেবে রাজনীতিতে আমার হাতে খড়ি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিলেট জেলা সভাপতি সহ সংগঠনের বিভিন্ন পদে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে বর্তমানে আমি ২০১৬ সালে নগরীর ২৭টি ওয়ার্ডে কাউন্সিলরদের গোপন ভোটের মাধ্যমে বিপুল ভোটে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হই। আরিফুল হককে দলের জন্য ক্ষতিকর আখ্যায়িত করে সেলিম বলেন, দলীয় হাইকমান্ড একটি নির্বাচনী সাক্ষাৎকার পর্বের ব্যবস্থা করেছিল, সেখানে দলীয় ৬ জন মেয়র প্রার্থীর মধ্যে ৫ জনই আরিফুল হক চৌধুরীকে মনোনয়ন না দেওয়ার ব্যাপারে জোর দাবী জানান। এই ৫ জনই আমাকে সমর্থন জানান। তদুপরি ৯ মাস পূর্বে বিএনপি সিলেট মহানগর সভাপতি সাধারণ সম্পাদক ২৭টি ওয়ার্ডের নেতৃবৃন্দের সম্মতিতে একটি স্মারকলিপি দলীয় চেয়ারপার্সন, সিনিয়র ভাইস চেয়ারম্যান, স্থায়ী কমিটির সকল সদস্য ও মহাসচিবকে প্রদান করা হয় যাতে আরিফুল হক চৌধুরীকে দলীয় মনোনয়ন না দেওয়ার পক্ষে যুক্তিসঙ্গত বক্তব্য ছিল।সংবাদ সম্মেলনে সেলিম ৩৯ বছরের রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে এ সিলেট নগরীকে আধ্যাত্মিক, প্রবাসী অধ্যুষিত একটি তিলোত্তমা নগরী গড়ে তোলবেন বলে প্রত্যাশা রাখেন।

এ বিভাগের অন্যান্য