বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা আরিফের সাথে নেই: সেলিম

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেছেন, সিলেট সিটি করপোরেশনে প্রার্থী বাছাইয়ে বিএনপি ভুল করেছে। আমি বিশ্বাস করি, নগরীর ২৭টি ওয়ার্ডের তৃণমূলের নেতাকর্মীরা ৩০ জুলাইয়ের নির্বাচনে ব্যালেটের মাধ্যমে বিএনপির এই ভুল সিদ্ধান্তের জবাব দেবে।

বৃহস্পতিবার সিটি নির্বাচনের মেয়র পদে মনোনয়ন জমা দেওয়ার প্রক্কালে বিএনপির বিদ্রোহী প্রার্থী হওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন বদরুজ্জামান সেলিম।

বিএনপি থেকে আরিফুল হককে মনোনয়ন দেওয়া প্রসঙ্গে সেলিম বলেন, বিএনপির তৃণমূলের নেতাকর্মী ও দলের সিলেটের শীর্ষ নেতারা মৌখিক ও লিখিতভাবে যাকে মনোনয়ন না দেওয়ার অনুরোধ করেছিলেন তারপরও কোন কারণে তাকে মনোনয়ন দেওয়া হলো তা আমার বোধগম্য নয়। দলের এই সিদ্ধান্তে আমি বিস্মিত ও হতবাক।

দলের সিলেটের তৃণমূলের সিংহভাগ নেতাকর্মীরা আরিফুল হকের সাথে নেই বলে মন্তব্য করেন সেলিম।

বিএনপির এই সিদ্ধান্তে তিনি ‘বিক্ষুব্দ’ ও ‘হতাশ’ উল্লেখ করে সেলিম বলেন, আমার ৩৯ বছরের রাজনৈতিক জীবনে কোনোদিন দলের সিদ্ধান্তের বাইরে যাইনি। কিন্তু এবার তৃণমূল নেতাকর্মীদের চাপে আমি প্রার্থী হয়েছি। মনোনয়ন জমা দিয়েছি।

নিজের জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়ে বলেন, প্রকাশ্যে কিংবা গোপনে দলের বেশিরভাগ নেতাকর্মীই আমার সাথে আছেন। ৩০ তারিখে তার প্রমাণ পাওয়া যাবে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে মেয়র পদে জয়ী ডা. সেলিনা হায়াত আইভীর কথা উল্লেখ করে বিএনপি নেতা সেলিম জানান, নারায়ণগঞ্জে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র দাঁড়িয়ে জনপ্রিয়তায় বিজয়ী হয়েছিলেন এক প্রার্থী। সিলেটেও একই ইতিহাস সৃষ্টি হবে।

তিনি বলেন, আই এম দ্য ফাউন্ডার অব বিএনপি। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারসহ সারা বিশ্বে আমার হাতে গড়া সৈনিকরা রয়েছে। বিএনপির মনোনীত যে প্রার্থী সে পলাতক ছিল। দল থেকে বিভিন্ন সময় সে পালিয়ে গেছে। আমি ১৯৭৮ থেকে এ দলের ভেতরে কাজ করছি। আমার নেতাকর্মী যারা প্রকাশ্যে হোক, প্রত্যক্ষ-পরোক্ষভাবে হোক, আমার সাথে থাকবে। আমার যে পরিণতি হবে, আমার সাথে সে পরিণতি ভোগ করতে তারা রাজি আছে।

ঢাকায়ও তিনি আরিফকে মনোনয়ন দেওয়ার বিরোধিতা করেছেন উল্লেখ করে সেলিম বলেন, ‘আমি একজন স্টেইট ফরওয়ার্ড মানুষ। দলের ফাউন্ডার। আমি তখন প্রকাশ্যে বলেছি, এ সিদ্ধান্তের সাথে একমত নই।’

বৃহস্পতিবার বিকেলে সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন বদরুজ্জামান সেলিম। এর ঘন্টাখানেক আগে বিএনপির সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন সদ্য সাবেক মেয়র ও বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী।

এসময় সাংবাদিকদের আরিফ বলেন, দলীয় মনোনয়ন আমাকে দেওয়া হয়েছে। এরপর থেকে দলের সব স্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে আমার সঙ্গে রয়েছেন।

বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম বিদ্রোহী হিসেবে মেয়র পদে মনোনয়ন জমা দেবেন, এতে নির্বাচনে বিএনপির ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে কি না এমন প্রশ্নে আরিফুল হক চৌধুরী বলেন, দলের বাইরে কেউ নির্বাচন করবে না। শেষ পর্যন্ত সেলিম মনোনয়ন প্রত্যাহার করে নেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ বিভাগের অন্যান্য