আনুষ্ঠানিকভাবে মেয়র পদ ছাড়লেন আরিফ

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আনুষ্ঠানিকভাবে মেয়র পদ ছাড়লেন আরিফুল হক চৌধুরী।বৃহস্পতিবার (২৮ জুন) দুপুর ১টার দিকে আরিফুল হক চৌধুরী আনুষ্ঠানিকভাবে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এজেডএম নুরুল হকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এর আগে শেষ কর্মদিবসে ব্যস্ত সময় পার করেন সদ্য বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী।সরেজমিন দেখা গেছে, সকাল থেকে বিভিন্ন ফাইলপত্রে শেষবারের মতো স্বাক্ষর করেন আরিফুল হক চৌধুরী। তাকে ঘিরে রয়েছে মানুষের ভিড়। কর্মকর্তা-কর্মচারীরাও তাকে ঘিরে ছিলেন উদগ্রীব।এদিন সকাল থেকে অফিসিয়াল কার্যক্রম শেষ করে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে নগরভবনে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়।দায়িত্বভার হস্তান্তরকালে আরিফুল হক চৌধুরী বলেন, কর্মকালীন সময়ে আপনারা অনেক কষ্ট করেছেন। অফিসের নির্ধারিত সময় ব্যতিরেকেও অফিস করেছেন। অনেক সময় অফিস বন্ধ থাকা সত্ত্বেও আপনাদের কষ্ট করতে হয়েছে। চলার পথে সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাব ইদ্দিন শিহাব জানান, আরিফুল হক চৌধুরী মেয়রের দায়িত্ব হস্তান্তরের পর হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করতে যাবেন। এরপর তিনি মনোনয়নপত্র জমা দিতে যাবেন। উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জুলাই সিলেট , বরিশাল ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আজ ২৮ জুন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত।

এ বিভাগের অন্যান্য