মেয়র পদে মনোনয়ন জমা দিলেন কামরান
সিলেট :: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১টার দিকে সহস্রাধিক আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মাছিমপুরস্থ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেন তিনি।এসময় নির্বাচন অফিসের বাহিরে নেতাকর্মীরা ‘নৌকা, নৌকা’ বলে শ্লোগান দিতে থাকেন। মনোনয়নপত্র জমাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগে সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি একে মোমিন, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ, আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুগ্ম সহ সাধারাণ সম্পাদক বিজিত চৌধুরী, অ্যাডভোকেট নাছির উদ্দিন খান, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অ্যাডভোকেট বেলাল হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সদস্য সচিব ফজলুল হক আতিকসহ সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পূর্বে মানিক পীর (র.) গোরস্থানে নিজের বাবা-মার মাজার জিয়ারর করেন কামরান।