সিলেট রয়েল ফ্রেন্ডস্ কাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
গতকাল সিলেট রয়েল ফ্রেন্ডস্ কাবের উদ্যোগে ইফতার, দু’আ ও আলোচনা সভা স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্ট-এ অনুষ্ঠিত হয়। কাবের সভাপতি তানিম মাহমুদ-এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডাঃ তাজুল ইসলাম আসাদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ফাউন্ডার প্রেসিডেন্ট ডাঃ আরমান আহমেদ শিপলু, কোষাধ্যক্ষ, রাফাল রাফদান, মুজিম বখত, রাজীব রাহমান জনি, আহবাবুল করিম ইকরাম, মুজাদ্দিদ চৌধুরী, সাইফুর রহমান, কবির আহমেদ, আব্দুল মুমিত, ইশতিয়াক চৌধুরী, মামনূন মান্নান, মাহতাব রেজা, তানভীর আহমদ শাকিল, শাহাদাৎ হোসেন, শামস্ উদ্দিন, কামরুজ্জামান চৌধুরী, ডাঃ রুবেল, নওশাদ চৌধুরী প্রমুখ।