প্রাণান্ত পরিচ্ছেদ;হিরামন রিয়াজ
- আমি সাদামাটা এক ছেলে
- ছুটে চলেছি জীবনের টানে,লক্ষ্য একটিই স্বপ্নের গন্তব্যের ঠানে, কখনো একা পথে কখনোবা সঙ্গি নিয়ে।
- পাদুকা খেয়ে গেছে অনেক আগে
- খুঁজতে গিয়ে জীবনের মানে।
- এপারওপার গিয়েছি সেপারে,বহুবার বহুক্রন্দন অতিক্রম করে,
- ভেসেছি কত ঘামের বানে,
- রাস্তার প্রতিটি ইট চিনে আমায়
- এক এক করে সবাই জানে।
- আমি শুনেছি আপন বানী
- নিজ শানে অলক্ষুণে,
- আমি জীবন্ত লাশ,মরে গেছি
- কতশত বার অতক্ষণে।
- খুঁজতে গিয়ে সোনার হরিণ
- আমি লড়ে যাই প্রাণপণে,
- নেই সাধ্যতা বাড়ী-ভিটে ছাড়া
- তাই বাধা পাই কত পথ বিচরণে।