এস.এসসিতে মঈনুন্নেসা বালিকা বিদ্যালয়ে সাফল্যরধারা অব্যাহত
সিলেটের প্রাণকেন্দ্র কাজিরবাজার সেতুর উত্তরপ্রান্ত শেখঘাট এলাকায় অবস্থিত মঈনুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষায় এবার পাসের হার ৮৮.৬০ %। মোট ১১৪ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে যার মধ্যে ১০১ জন কৃতিত্বের সঙ্গে পাশ করে।
বিজ্ঞান বিভাগ থেকে ৩১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই পাশ করে যাদের মধ্যে ৮ জন এ+, ১৯ জন এ এবং বাকী ৪ জন এ- পাওয়ার গৌরব আর্জন করে।
প্রকাশিত ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করেছেন, মঈনুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ বেগম। তিনি সকল ছাত্র-ছাত্রীদেরকে অান্তরিক অভিনন্দন জানান এবং সেই সাথে শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা নফিজা মোবারক বলেন, শিক্ষার্থীদের এমন সাফল্যের পেছনে শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টা রয়েছে।