সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এমপি কেয়া চৌধুরীর দাবীর প্রেক্ষিতে
বাহুবল উপজেলা সাবরেজিস্ট্রারী অফিসের নিজস্ব ভবন নির্মাণের ঘোষণা আসমা জান্নাত মনি : আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩২তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার কমিটির সভাপতি সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট মোঃ আব্দুল মতিন খসরু’র সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ বৈঠকের সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে কমিটির সদস্য এমপি কেয়া চৌধুরী বলেন, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় সাবরেজিস্ট্রারী অফিসের নিজস্ব ভবন নেই। অন্য একটি ভবনে এ অফিসের কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। তাই জরুরী ভিত্তিতে এ অফিসের স্থায়ী ভবন নির্মাণ প্রয়োজন।
এ প্রেক্ষিতে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেন, বাহুবল সাবরেজিস্টারী অফিসের নিজস্ব ভবন নির্মাণে তিনি বরাদ্দ দেবেন। দাবী পূরণ করায় আইনমন্ত্রীর প্রতি বাহুবলবাসীর পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এমপি কেয়া চৌধুরী। এ বিষয়টি এমপি কেয়া চৌধুরীর ফেসবুকে প্রকাশ হলে বাহুবলবাসীর মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। তারা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ও এমপি কেয়া চৌধুরীর প্রতি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন।