ভাষা প্রতিযোগে অঞ্চল সেরা সিলেট কমার্স কলেজের শিক্ষার্থী নিলয়

 

জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করতে ঢাকায় যাচ্ছে শীঘ্রই।  রামকৃষ্ঞ পাল নিলয়  সিলেট কমার্স কলেজের ২০১৭-১৮ শিক্ষা বর্ষের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে |সিলেটে ‘এইচএসবিসি প্রথম আলো ভাষা প্রতিযোগ-২০১৮’। অঞ্চল সেরার কৃত্বিত্ব লাভ করে। তার এই সফলতার জন্য মুহিবুর রহমান ফাউন্ডেশনের  শিক্ষা প্রতিষ্ঠান সিলেট কমার্স কলেজ সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, মুহিবরি রহমান একাডেমি, ইডেন গার্ডেন স্কুল এন্ড কলেজের  অধ্যক্ষ শিক্ষক শিক্ষিকাসহ ছাত্রছাত্রী অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন  তাকে ।   বিজয়ী নিলয় তাঁর অনুভুতি প্রকাশ করে বলেন সিলেট কমার্স কলেজের শিক্ষার্থী হয়ে আমি গর্বিত এখানে প্রাইভেট পড়া কে না বলা হয় । বিশেষ করে ক্লাসের পড়া ক্লাসে শিখে আসায় আমার এই সফলতা বলে মনে করি। উল্লেখ্য

 

এইচএসবিসি–প্রথম আলো ভাষা প্রতিযোগ-২০১৮’ এর সিলেট আঞ্চলিক পর্ব শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণকারীরা। এইচএসবিসির সহযোগিতায় ও প্রথম আলোর উদ্যোগে  শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের সামনে এর উদ্বোধন করা হয়।

 

সিলেটে চলছে ‘এইচএসবিসি প্রথম আলো ভাষা প্রতিযোগ-২০১৮’। ছবি: আনিস মাহমুদএইচএসবিসি–প্রথম আলো ভাষা প্রতিযোগ সিলেট অঞ্চলে উদ্বোধন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্য। তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আজিজুল হক। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শাবিপ্রবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক হিমাদ্রি শেখর রায়।

সিলেটে চলছে ‘এইচএসবিসি প্রথম আলো ভাষা প্রতিযোগ-২০১৮’। ছবি: আনিস মাহমুদ

 

 

সিলেটে  ‘এইচএসবিসি প্রথম আলো ভাষা প্রতিযোগ-২০১৮’।

উত্তোলনের পর জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথম আলো বন্ধুসভার একটি দল জাতীয় সংগীত পরিবেশন করে। এবার সিলেট অঞ্চলের ভাষা প্রতিযোগে সিলেট বিভাগের চারটি জেলা ও ব্রাহ্মণবাড়িয়ার চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণির আট শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

 

এ বিভাগের অন্যান্য