রাস্তা থেকেও কামিজের কাপড় কিনি’

বাংলাদেশের অন্যতম অভিনেত্রী মৌসুমী হামিদ। ২০১০ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় রানার্স আপ হওয়ার মধ্যে দিয়ে অভিনয় জগতের শুরুটা হয়। এরপর নিজের দক্ষতা, বুদ্ধিমত্তা ও ফ্যাশন সচেতনতা দিয়ে অনেকেরই নজর কাড়েন তিনি। বিনোদন সময়এর নিয়মিত আয়োজন ‘ফ্যাশন ব্র্যাণ্ড’ বিভাগে নিজের ফ্যাশন, স্টাইল, ভালো লাগার ব্র্যাণ্ড, কেনাকাটা, গেটআপসহ ব্যক্তিগত আরও বিষয় নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। চলুন জেনে নেওয়া যাক মৌসুমী হামিদের ফ্যাশন, স্টাইল আর পছন্দের ব্র্যাণ্ড সম্পর্কে।

বিনোদন সময় : প্রথমেই জানতে চাইবো শপিং নিয়ে কোনো স্মৃতি জড়ানো গল্প?

মৌসুমী হামিদ: ছোটবেলায় একবার জন্মদিনে বাবার সঙ্গে গিয়েছিলেম শপিংয়ে। তখন আমার বয়স ছিল সাত বা আট বছর। সেদিন শপিং সেন্টারটির প্রথম দোকানে, একটি জামা বেশ মনে ধরে গিয়েছিল আমার। কিন্তু ঐ জামাটির দাম অনেক বেশি ছিল বলে আর কিনিনি। চলে যাই অন্য দোকানগুলোতে। এরপর অন্য সব দোকানে গিয়ে নতুন জামা পছন্দ করার চেষ্টা করি। কিন্তু শেষ পর্যন্ত মনে ধরে যাওয়া ঐ জামাটি ছাড়া আমার আর কোনো জামাই পছন্দ হয়নি। এরপর হঠাৎ দেখি বাবা আমার জন্য ঠিক ঐ জামাটিই কিনে নিয়ে আসেন। সেই জামাটি এখনো আমি আমার কাছে যত্ন করে রেখে দিয়েছি।

এ বিভাগের অন্যান্য