দিরাই ছাত্রকল্যাণ পরিষদ ক্রিকেটের ফাইনালে জি.কে.এস
.
দিরাই ছাত্রকল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত তৃতীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উত্তীর্ণ হল জি.কে.এস।আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে বন্ধুমহল ক্রিকেট ক্লাবকে-কে ৪৮ রানে পরাজিত করে জি.কে.এস।
টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ১০ জি.কে.এস।দলের পক্ষে মেহেদী সর্বোচ্চ ৯৩* এবং মানিক ৪৫* রান সংগ্রহ করেন।বন্ধুমহলের হয়ে একমাত্র উইকেটটি লাভ করেন সোহাগ।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৩ রানের বেশি করতে পারেনি বন্ধুমহল ক্রিকেট ক্লাব।দলের পক্ষে পরিতোষ সর্বোচ্চ ২৪ এবং সাকী ২০* রান সংগ্রহ করেন।জি.কে.এস-এর হয়ে সায়মন ৩টি এবং সামাদ ১টি উইকেট লাভ করেন।
ম্যাচ সেরা নির্বাচিত হন জি.কে.এস-এর মেহেদী।
উক্ত ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এড.শামসুল ইসলাম,দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী,সিলেট জেলা ক্রিড়া সংস্থার দপ্তর সম্পাদক বিপুল তালুকদার,সিলেট জেলা সেচ্চাসেবকলীগের সহ সভাপতি এড.আলা উদ্দিন,সাংবাদিক খালেদ আহমদ,সার্জেন্ট স্বপন তালুকদার,সার্জেন্ট ফাহাদ মাহমুদ,সুরমাভিউ টোয়েন্টিফোর ডট কম-এর সম্পাদক এমদাদুল হক সোহাগ,দিরাই ছাত্রকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা সঞ্জয় চৌধুরী,এম.সি.কলেজ ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন,হুসাইন আহমদ,উপদেষ্টা আবু ছালিম,মোশাররফ হোসেন,নূর হোসেন চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন পাবেল হাসান,সুমন মিয়া,দেলোয়ার হোসেন রাহী,সেলিম আহমেদ,ইমরুল হাসান সজল,হাবিবুল ইসলাম,তোফায়েল আহমেদ,শিহাব আহমেদ,মাহফুজুর রহমান,অনুজ কান্তি দাস,শাখাওয়াত শাহীদ,শাহজাহান মিয়া,হাসান আহমেদ,দেলোয়ার হোসেন মিশু,তপু রায়হান,কামরুল হাসান রাব্বি প্রমুখ।
উক্ত ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন ইমরুল হাসান সজল,হাবিবুল ইসলাম এবং স্কোরে ছিলেন শাহজাহান মিয়া।