বিশ্বের সবচেয়ে বেশি নিরামিষভোজী বাংলাদেশে
সারা বিশ্বের মাঝে সবচাইতে কম মাংসভোজী মানুষের দেশ হিসেবে বাংলাদেশকে চিহ্নিত করেছে টেলিগ্রাফ।
এক বছরে বাংলাদেশের একজন মানুষ মাত্র ৪ কেজি মাংস খেয়ে থাকে। সে হিসেবে সারা বিশ্বের মধ্যে সবচাইতে কম মাংসভোজী মানুষের দেশ বাংলাদেশ।
ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর মধ্যে সবচাইতে কম মাংস খায় বাংলাদেশের মানুষ। সে হিসেবে বিশ্বের সবচাইতে বেশী নিরামিষভোজীর দেশও বলা যায় বাংলাদেশকে।
২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ এক প্রতিবেদন প্রকাশ করে টেলিগ্রাফ। এতে বাংলাদেশের ব্যাপারে বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়। তার মধ্যে আমিষ কম খাওয়ার এই তথ্যও উঠে আসে।
জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের (এফএও) ২০০৯ সালের পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের একজন সাধারণ মানুষ বছরে মাত্র ৪ কেজি মাংস খায়। তালিকায় বাংলাদেশের পরেই আছে প্রতিবেশী দেশ ভারত (৪.৪ কেজি) এবং আফ্রিকার দেশ বুরুন্ডি (৫.২ কেজি)।
অন্যদিকে সবচাইতে বেশী আমিষাশী দেশের মাঝে প্রথমেই আছে মার্কিন যুক্তরাষ্ট্র। সে দেশের একজন নাগরিক বছরে গড়ে ১২০.২ কেজি মাংস খান। এরপরেই আছে মধ্যপ্রাচ্যের কুয়েত (১১৯.২ কেজি) এবং অস্ট্রেলিয়া (১১১.৫ কেজি)।
যে দেশগুলোতে মাংস বেশী খাওয়া হয়, সেখানে ওবেসিটি বা অতিরিক্ত ওজনের সমস্যাটিও বেশী দেখা যায়। তবে ২০০২ থেকে ২০০৯ সালের পরিসংখ্যান তুলনা করলে দেখা যায়, মাংস খাওয়ার পরিমাণ কমে আসছে এসব দেশে।
বাংলাদেশের ব্যাপারে আরও কিছু চমকপ্রদ তথ্য উঠে এসেছে এই প্রতিবেদনে, যেমন-
- নাগরিকের অনুপাতে পর্যটকের সংখ্যা এদেশে সবচাইতে কম। প্রতি ১,২৭৩ জন নাগরিকের পরিপ্রেক্ষিতে পর্যটক মাত্র একজন।
- বাংলাদেশের হোটেলে রাত্রিযাপন সবচাইতে সস্তা। উদাহরণ হিসেবে বুড়িগঙ্গার ফরিদপুর হোটেলের কথা বলা হয়েছে, যা কিনা পাঁচটি নৌকা জোড়া দিয়ে তৈরি। এতে রাত্রিযাপনের খরচ মাত্র ৩৬ টাকা।
- পৃথিবীর যে ৫৮ টি দেশে এখনো মৃত্যুদণ্ড বহাল আছে তার মধ্যে একটি হলো বাংলাদেশ।
- বাংলাদেশের রয়েছে পৃথিবীর অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত (৭৫ মাইল)।
- ইথিওপিয়ার পর সবচাইতে কম ওবেসিটি বা অতিরিক্ত ওজনের মানুষ দেখা যায় বাংলাদেশে।
- পৃথিবীর যে দেশগুলো কখনোই অলিম্পিক মেডেল পায়নি তাদের মাঝে সবচাইতে বেশি জনসংখ্যার দেশ হলো বাংলাদেশ।
- প্রাকৃতিক দুর্যোগের দিক দিয়ে বাংলাদেশ খুবই ঝুঁকির মুখে। বাংলাদেশের চাইতে বেশি ঝুঁকিতে আছে মাত্র চারটি দেশ- ভানুয়াতু, টোঙ্গা, ফিলিপাইন ও গুয়াতেমালা।
- পৃথিবীর সবচাইতে দূষিত শহরের তালিকায় আছে বাংলাদেশের শহরগুলো।
- সমুদ্রতল থেকে গড়ে মাত্র ৮৫ মিটার উঁচু বাংলাদেশের ভূখণ্ড। ফলে পৃথিবীর সবচাইতে নিচু দশটি দেশের মধ্যে আছে বাংলাদেশের স্থান।
- বাংলাদেশের রাজধানী ঢাকা পৃথিবীর সবচাইতে ঘনবসতিপূর্ণ শহর।
- কিন্তু ঘনবসতি, দূষণ এবং প্রাকৃতিক দুর্যোগ থাকা সত্ত্বেও বাংলাদেশের মানুষ পৃথিবীর সবচাইতে সুখী মানুষদের মধ্যে রয়েছে।