ফ্যাশনেবল মায়ের স্টাইলিশ ছেলে
মায়ের কোলে বেশ আদুরে দেখাচ্ছিল তৈমুরকে। সবুজ পোশাকে দেখা যায় কারিনাকে। আর সাদা জুতার সঙ্গে নীল টি-শার্ট আর প্যান্টে ১৪ মাস বয়সী তৈমুরও ছিল স্টাইলিশ।
আবারও শিরোনামে তৈমুর। সাংবাদিকদের ক্যামেরায় আবারও বন্দি ছোট নবাব। এবার তার প্লে স্কুলের বাইরে তাকে ঘিরে ধরল একাধিক লেন্স। তবে এবার তৈমুর একা নয়, তার সঙ্গে ছিলেন তার অভিনেত্রী মা কারিনা কাপুর খান। সম্প্রতি একটি বিজ্ঞাপনের শুটিংয়ের বিরতিতে ছেলের সঙ্গে সময় কাটাতে তৈমুরের স্কুলে হাজির হন কারিনা।
মায়ের কোলে বেশ আদুরে দেখাচ্ছিল তৈমুরকে। সবুজ পোশাকে দেখা যায় কারিনাকে। আর সাদা জুতার সঙ্গে নীল টি-শার্ট আর প্যান্টে ১৪ মাস বয়সী তৈমুরও ছিল স্টাইলিশ। প্রতিবারের মতো আবারও সবার নজর কাড়ল মা-ছেলের এই জুটি।
ভক্তরা তৈমুরের দেখা পাওয়ার জন্য উদগ্রীব থাকেন। তবে কারিনা তার ছেলের খ্যাতিকে ইদানীং তেমন পছন্দ করছেন বলে মনে হচ্ছে না। কারিনা এর আগে একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ‘যেভাবে তৈমুরকে অনুসরণ করা হচ্ছে, আমার মনে হয় এতে তৈমুরও অভ্যস্ত হয়ে পড়েছে। কারণ তার প্রকাশিত ছবি দেখলেই আমি বুঝতে পারি, সে ইতোমধ্যেই ক্যামেরার সামনে সাবলীলভাবে পোজ দিতে শিখে গেছে।’
এই প্রসঙ্গে কারিনা আরও বলেন, ‘প্রতিদিন তৈমুরের প্রতিটা পদক্ষেপ নজরে রাখছেন সাংবাদিকরা। প্রতিদিনই ওর ছবি প্রকাশ পাচ্ছে। আর এসব ঠিক পছন্দ করতে পারছি না। সে কী খাচ্ছে, কী পরছে, কী করছে, এমনকি তার চুলের স্টাইল নিয়েও আলোচনা হয়। তৈমুর মাত্র ১৪ মাসের শিশু। তবে আমি জানি না এই ব্যাপারটিকে কীভাবে বন্ধ করা যায়।