তমার নতুন ‘পাপ কাহিনী’
তমা মির্জার সময়টা বেশ ভালোই যাচ্ছে। কারণ কয়েকদিন আগেই ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এরপর সম্প্রতি অভিনেতা, উপস্থাপক ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়ের নতুন ছবি ‘পাপ কাহিনী’ ছবিতে চুক্তিবদ্ধ হবার কথা জানালেন তিনি। তমা মানবজমিনকে বলেন, কয়েকদিন আগেই এ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। তবে নেপালের বিমান দুর্ঘটনার কারণে মনটা খারাপ থাকতে কাউকে নতুন কাজ নিয়ে বলা হয়নি। যাই হোক, নতুন এ ছবিতে দুই বোনের গল্প থাকছে।
আমার বড় বোনের চরিত্রে সোহানা সাবা অভিনয় করবেন বলে জেনেছি। ‘পাপ কাহিনী’ ছবিটি পরিচালনা ছাড়াও এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য তৈরি করেছেন জয়। এটি তার তিন নম্বর ছবি। এর আগে তিনি নির্মাণ করেছেন ‘প্রার্থনা’ ও ‘অর্পিতা’ নামে দুটি ছবি। নতুন ছবির শুটিং শুরু করবেন ২৮ এপ্রিল। জয় নিজেও অভিনয় করবেন, তবে নায়কের ভূমিকায় নয়। এখানে তাঁকে দেখা যাবে একজন টিভি উপস্থাপকের চরিত্রে। অন্যদিকে ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম। তাকে একজন প্রযোজকের চরিত্রে দেখা যাবে। তবে ছবির হিরো কে থাকছে তা এখনো চুড়ান্ত হয়নি বলে জানা যায়।