মৌলভীবাজার আওয়ামী লীগের কমিটি অনুমোদন
মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্র। অনুমোদিত কমিটির তালিকা গতকাল ই-মেইলে পৌঁছে জেলা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ মিছবাহুর রহমানের কাছে। দলীয় সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত ৭৫ সদস্য জেলা কমিটি গত ১৫ই মার্চ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রকাশ করেন। এতে কমিটি গঠনকেন্দ্রিক জেলা আওয়ামী লীগের সাম্প্রতিক যে আলোচনা ছিল তার অবসান হয়েছে। জেলা কমিটির সাধারণ সম্পাদকের দাবি নবীন ও প্রবীণের সমন্বয়ে যে কমিটি জেলা থেকে পাঠানো হয়েছিল তা হুবহু কেন্দ্র অনুমোদন করেছে।
২০১৭ সালের ২৮শে অক্টোবর মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। ওইদিন কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে নেছার আহমদকে সভাপতি, আলহাজ মিছবাহুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১২ জনের নাম ঘোষণা করেন।
এরপর জেলা কেন্দ্রের নির্দেশনা অনুসারে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ নবীন-প্রবীণের সমন্বয়ে ৭৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠান। কেন্দ্রীয় সভাপতি গত বছরের ১লা ডিসেম্বর এই কমিটি অনুমোদন দেন। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত ১৫ই মার্চ তা প্রকাশ করেন। যা গতকাল মৌলভীবাজার পৌঁছায়।
জেলা আওয়ামী লীগের একটি সূত্র জানায়, সম্মেলনের পর নাম ঘোষিত সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ কেন্দ্রের নির্দেশ অনুযায়ী এক মাসের মধ্যে জেলা কমিটি গঠন করে কেন্দ্রে পাঠান। এরপর সাবেক সমাজকল্যাণ মন্ত্রী (প্রয়াত) সৈয়দ মহসীন আলী বলয়ের নেতৃবৃন্দ অপর একটি কমিটি গঠন করে কেন্দ্রে পাঠান। যা সম্প্রতি মিডিয়ায় প্রকাশ হয়। কেন্দ্র জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত কমিটি অনুমোদন দেয়। উল্লেখ্য, ২০০৬ সালের ২৭শে জুলাই জেলা আওয়ামী লীগের সম্মেলনে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক পাঠানো কমিটি প্রায় ৪ বছর পর অনুমোদন দেয় কেন্দ্র। এর প্রায় ১১ বছর পর জেলা আওয়ামী লীগের সম্মেলন গত বছরের ২৮শে অক্টোবর অনুষ্ঠিত হয়। এদিকে প্রকাশিত কমিটিতে সহ-সভাপতি ১১জন হচ্ছেন মুহিবুর রহমান তরফদার, শাহাব উদ্দিন এমপি, আজমল হোসেন, এডভোকেট ভূপতি রঞ্জন চৌধুরী, মসুদ আহমদ, বেগম হোসনে আরা ওয়াহিদ, আকিল আহমদ, শাহ মোহাম্মদ আলী শাহেদ, আলাউর রহমান চৌধুরী, অপূর্ব কান্তি ধর ও সৈয়দ মফচ্ছিল আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ৩ জন হচ্ছেন মো: ফজলুর রহমান, সৈয়দ নওশের আলী খোকন ও কামাল হোসেন। আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এএসএম আজাদুর রহমান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অরবিন্দু পোদ্দার বাচ্চু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সজীব হাসান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আলী হায়দার, দপ্তর সম্পাদক গোলাম রাব্বানী, ধর্ম বিষয়ক সম্পাদক সিদ্দেক আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুর রউফ মানিক, বন ও পরিবেশ সম্পাদক এডভোকেট কাঞ্চন দাস গুপ্ত, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা জহুরা আলাউদ্দিন, মুক্তিযোদ্ধা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক রশিদ উদ্দিন আহমদ, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক অধ্যক্ষ আবদুর রউফ, শিল্প ও বাণিজ্য সম্পাদক আবু সুফিয়ান, শ্রম সম্পাদক বাবু রামলাল রাজভর, সাংস্কৃতিক সম্পাদক মনবীর রায় মঞ্জু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. ছাব্বির হোসেন খান, সাংগঠনিক সম্পাদক তিনজন হচ্ছেন এডভোকেট রাধাপদ দেব সজল, অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, অজয় সেন। উপ-দপ্তর সম্পাদক এডভোকেট নিখিল রঞ্জন দাস, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ জয়নাল আবেদিন কুটি, কোষাধ্যক্ষ পংকজ রায় মুন্না। বাকি ৩৬ জন সদস্য। এবং জাতীয় কমিটির সদস্য মো. ফিরোজ।
জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ মিছবাহুর রহমান মানবজমিন-এর কাছে এক প্রতিক্রিয়ায় বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা দ্রুততম সময়ের মধ্যে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক নবীন-প্রবীণ সমন্বয়ে প্রেরিত কমিটি অনুমোদন দেয়ায় বঙ্গবন্ধু কন্যা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে তিনি বলেন, এতে দলীয় নেতাকর্মীর কার্যক্রম গতিশীল ও উজ্জ্বীবিত হবে এবং আগামী নির্বাচনে জেলার সবক’টি আসনে বিজয়ী হওয়ার ক্ষেত্র তৈরি হবে