মদন মোহন কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
সাজাপ্রাপ্ত আসামী তারেক রহমানকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে গ্রেপ্তারের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে মদনমোহন কলেজ ছাত্রলীগ এর প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি রোববার দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাস হতে শুরু হয়ে রিকাবীবাজার, লামাকাজার সড়ক প্রদক্ষিণ করে কলেজ শহীদ মিনারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এতে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগ এর সাবেক দপ্তর সম্পাদক তানভীর কবির চৌধুরী সুমন, সাবেক সাহিত্য সম্পাদক মো. আমির হোসেন, বিভাগীয় উপ-সম্পাদক শহীদ আকিল অপু, জেলা ছাত্রলীগ এর সাবেক সহ-সম্পাদক জাকারিয়া উল হক, সাবেক সদস্য মো. আফসার রহিম, ১৩নং ওয়ার্ড ছাত্রলীগ এর সভাপতি বিজন দাস।
সিলেট মহানগর ছাত্রলীগ ও মদনমোহন কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কামরুল ইসলাম সুমন, শপেন্দ্র সরকার, হাবিবুর রহমান, সত্যজিত দাস, কাওসার কামালী, ছাদিকুর রহমান, নাঈম আহমেদ, সুমন দাস, রকি দেব, বিধান কৃষ্ণ রায়, তারেক আহমেদ, মাহমুদুল হাসান সানি, মাছুম আহমেদ, দেবাশীষ তালুকদার, শাহ কামরুল, মিফতাহুল লিমন, সুপ্রিয় পাল রুপম, লোকমান আহমেদ, ওয়াহিদুর রহমান ফরহাদ, রেজাউল কবির সৌরভ, ইমরান, সালমান আহমেদ ফাহাদ, শফিউল ইসলাম নাদিম, শিব্বির আহমেদ, শৈশব আহমদ, রাছেল মিয়া, মাহমুদুল হাসান মনির, মাকসুদুর রহমান নাইম, শুভ তরাৎ, আবু হামজা আফজল, জাবের আহমদ শান্ত, ফাহাদ হোসেন সালমান, জাবেদ আহমদ, বদরুল ইসলাম, আরমান তুরন, সুব্রত দাস, সিদরাত চৌধুরী, তাহসীন আহমদ, বাপ্পা চন্দ, ইমতিয়াজ আবু তাহের, শাহ জাহান, তোফায়েল আহমদ, ফাহিম আহমদ, রাকিন আহমদ, জাহেদ আহমদ, মুমিন আহমদ, আব্দুস সালাম, মাহমুদ হাসান মুন্না, মোস্তফা আহমদ, মিনহাজ আবেদীন, তন্ময়, রিয়াদ আহমদ, নির্ঝর মালাকার, শাওন চক্রবর্তী, রাকিবুল হাসান, শাহরিয়ার ইসলাম, শফিকুল ইসলাম, মতি আহমদ, নাইস আহমদ, পার্থ শ্যাম প্রমুখ।